সিউড়ির স্টেশনের রেক পয়েন্টে এক কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। রেক পয়েন্টের গাড়িতেও ভাঙচুর করে উত্তজিত শ্রমিকেরা। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় সিউড়ির স্টেশনের রেকপয়েন্টে। ঘটনাস্থলে সিউড়ির থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ির স্টেশন মোড় এলাকার বাসিন্দা। তিনি সিউড়ির এফসিআই-এর রেক পয়েন্টে শ্রমিকদের কাজের তদারকি করতেন। সোমবার সকালে তিনি ওই চত্বরে কাজ করছিলেন। সেই সময় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। শ্রমিকদের অভিযোগ, রেক পয়েন্টের কোনও গাড়ি তাঁকে ধাক্কা মারে। এমনকি ধাক্কার মারার পর তাঁকে রাস্তার পাশে ফেলে দেয়। সেই কারণেই শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরেই শ্রমিকেরা একটি ডাম্পারকে আটক করে। একাধিক ডাম্পারে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকেরা অভিযুক্ত গাড়ির চালকের যথাযোগ্য শাস্তির দাবি তুলেছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারের লোকেদের দায়িত্বও নিতে হবে বলে দাবি তুলেছে।