সোনাঝুরির জঙ্গল থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। মৃত মহিলার কোনও পরিচয় জানা যায়নি।
সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে বীরভূমের খোয়াইয়ের প্রথম হাট সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারপর তাঁরা শান্তিনিকেতন থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার গলায় একটি ওড়না জড়ানো ছিল। মাথায় ভারী জিনিস দিয়ে আঘাতের চিহ্ন দেখে তাদের অনুমান মহিলাকে খুন করা হয়েছে। তবে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি তারা। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ।