রাস্তার পাশে মাটির বাড়ির নিকানো রোয়াকে বসে গ্রামবাসীর সমস্যার কথা শুনলেন প্রশাসনের কর্তারা।
রবিবার সকালে রানিবাঁধের তালবেড়িয়া ড্যাম থেকে প্রায় দশ কিলোমিটার পায়ে হেঁটে রাওতোড়া, কান্তাবাইদ, গোবিন্দশোল, চুরকু, ডুবুখানা, সুতান-সহ বেশ কিছু গ্রামে ওই ‘গ্রাম সম্পর্ক অভিযান’ হয়েছে। ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এস অরুণপ্রসাদ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রাজু মিশ্র, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মহকুমাশাসক (খাতড়া) রবি রঞ্জন, রানিবাঁধের তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মান্ডি, বিডিও (রানিবাঁধ) শুভদীপ পালিত প্রমুখ।
জেলাশাসক বলেন, ‘‘জেলাশাসকের দফতরে জনতার দরবার শুরু হয়েছিল। প্রতি সোমবার জেলার মানুষের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করা হত। কিন্তু করোনা পরিস্থিতির জন্য মার্চ থেকে তা বন্ধ রয়েছে। যোগাযোগ সমস্যার জন্য অনেকে বাঁকুড়ায় গিয়ে তাঁদের সমস্যার কথা জানাতে পারছেন না। তাই গ্রামে গিয়ে সে সব শোনা হচ্ছে।’’