রাতারাতি বিজেপি কার্যালয়ের রং বদলে গেল। দলের শ্রমিক সংগঠনের অফিসের সামনে থেকে সরিয়ে দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি দেওয়া ফ্লেক্স। বিষ্ণুপুরে সরকারি জমিতে বিজেপির পার্টি অফিস তৈরি করা হয়েছে বলে মহকুমাশাসকের অফিসে সোমবার অভিযোগ দায়ের করেন বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চট্টোপাধ্যায়। তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, দমকল কেন্দ্রের সীমানা পাঁচিলের বাইরে বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে খুলে নেওয়া হয়েছে দলীয় ফেস্টুন ও পোস্টার। এমনকি, দেওয়ালের গায়ে লেখা বিজেপির দলীয় প্রতীকও মুছে ফেলা হয়েছে। মুছে ফেলা হয়েছে ‘জয় শ্রীরাম’ লেখাও। দেওয়ালের গেরুয়া ও সবুজ রং মুছে গোলাপি রং করা হয়েছে। অন্য দিকে, শিশু উদ্যানের সীমানা পাঁচিলের পাশেই বিজেপির শ্রমিক সংগঠনের অফিস বলে দাবি করা কার্যালয় থেকেও বিজেপির দলীয় পোস্টার খুলে নেওয়া হয়েছে।
এসডিও (বিষ্ণুপুর) অনুপকুমার দত্ত বলেন, “লিখিত অভিযোগ পেয়েই দলীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা নিজেরাই খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। অবৈধ নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট দফতর ব্যবস্থা নিচ্ছে।”
খুশি অভিযোগকারী দেবু চট্টোপাধ্যায়। এ দিন তিনি বলেন, “দলীয় কার্যালয় থেকে প্রতীক মুছে দিয়ে পোস্টার খুলে ফেলেছে বিজেপি। কবে প্রশাসন ওই দুই অবৈধ নির্মাণ ভাঙে, আমরা অপেক্ষা করছি। তা না হলে সাধারণ মানুষের পথ চলা দায় হবে।” বিজেপির নগর মণ্ডল সভাপতি উত্তম সরকার বলেন, “আমাদের দল বেআইনি ভাবে জবর দখলের পক্ষে নয়। কেউ না জেনে কিছু করে ফেললেও সেটা দ্রুত সমাধানের চেষ্টা করা হয়। এটাই অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির পার্থক্য। খোঁজ নিয়ে দেখলাম, ভাড়া নিয়ে অফিস খোলা হয়েছিল। পরে বুঝতে পেরে নিজেরাই সরে গিয়েছেন কর্মীরা।’’