কখনও পছন্দের, কখনও প্রয়োজনের, কখনও আবার শখের জিনিস কিনতে গিয়েই ঘর বোঝাই হয়ে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে অগোছালো জিনিস আর আসবাবের ভিড়ে হাঁটাচলাই দায় হয়।দিনের শেষে তখন এমন ঘরে ফিরে আর প্রশান্তি আসে না। বাড়ির অন্দরসজ্জা পুরোপুরি বদলে ফেলা ব্যয়সাপেক্ষ। পরিবর্তে গৃহসজ্জায় কোন বদল আনলে তা চোখ এবং মনের জন্য স্বস্তিদায়ক হবে?
আরও পড়ুন:
প্রকৃতির ছোঁয়া
চেষ্টা করুন কৃত্রিম সাজসজ্জা সরিয়ে ঘরের কোণে গাছপালা রাখতে। অন্দরসজ্জার জন্য অনেক রকম গাছ পাওয়া যায়। সুদৃশ্য পটে সেগুলি সাজিয়ে রাখুন। গাছ চোখে আরাম আনবে।
বাড়ির একটি নিরিবিলি স্থান বেছে সেখানে পাথর, জল, মূর্তি দিয়ে সাজান। রাখুন আরাম করে বসার গদি বা কার্পেট, কুশন।এই ধরনের জায়গায় খানিক বসলে ক্লান্তি দূর হবে। রাখুন ঘরে ব্যবহারের ছোট্ট ফোয়ারা। মন শান্ত হয় এমন সুর চালিয়ে দিন। এমন জায়গায় বসলে মন শান্ত হবে।
প্রাকৃতিক আলো
প্রাকৃতিক আলো যাতে বেশি করে ঘরে আসে সেই ব্যবস্থা করুন। আলো-হাওয়া ঢুকলে ঘর বড় দেখায়, ভ্যাপসা ভাব কাটে, মনও ভাল লাগে। একটু হালকা রঙের পর্দা ব্যবহার করতে পারেন, যাতে বাইরের আলো অনেক বেশি পরিমাণে ঘরে আসতে পারে।
রং বদলের খেলা
অতিরিক্ত উজ্জ্বল রঙের কুশন, সোফার বদলে, হালকা রঙের ব্যবহারও মনের উপর রেখাপাত করতে পারে। পছন্দের হালকা রঙ বেছে সোফার কভার, কুশন বদলে নিন। বদলাতে পারেন ঘরের আলোকসজ্জাও। নরম আলোও ক্লান্তি দূর করে মন ফুরফুরে করতে পারে।
একই সঙ্গে চেষ্টা করুন বাড়তি জিনিস খালি করে ফেলতে। জিনিস কমলে ঘর গোছানো সহজ হবে। অপ্রয়োজনীয় আসবাব বার করে দেওয়া সম্ভব হলে বাড়িতে জায়গা বাড়বে, ঘর বড় দেখাবে।