বগটুই-কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের পলিগ্রাফ টেস্ট হবে কি না তা নিয়ে শুনানি হল না বুধবার। এ দিন আনারুল-সহ ২৫ জনের জামিনের আবেদন জানিয়ে সওয়াল করা হলেও তা খারিজ করে দেয় আদালত।
রামপুরহাট আদালতে এ দিন আনারুলের পলিগ্রাফ পরীক্ষা, মোবাইল বাজেয়াপ্ত করা নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ ও জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। আগের দিনের মতো এ দিনও আনারুলের পলিগ্রাফ টেস্ট নিয়ে কোনও শুনানি হয়নি রামপুরহাট আদালতে।
আনারুলের মোবাইল বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সিবিআই আইন মানেনি বলে এ দিনও আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। অনির্বাণ দাবি করেন, আনারুলের মোবাইল ২৯ মার্চ ছেলের কাছ থেকে নিয়ে আসে সিবিআই। সেই মোবাইল বাজেয়াপ্ত করার বিষয়ে সিবিআই প্রথম দিকে কোনও কাগজপত্র আদালতে জমা দেয়নি। মোবাইলটিও আদালতের নির্দেশ ছাড়া সিবিআই নিজেদের হেফাজতে রেখে দিয়েছিল বলে দাবি অনির্বাণের।