Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Anubrata Mandal

ভেড়ার পাল বেরিয়ে যায়, কটাক্ষ অনুব্রতর

দলের একাধিক নেতার পদ ও দল ছাড়ার প্রসঙ্গে ‘ভেড়ার পালে’র সঙ্গে তুলনা করলে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। 

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
মুরারই শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০১:৩৫
Share: Save:

দলের একাধিক নেতার পদ ও দল ছাড়ার প্রসঙ্গে ‘ভেড়ার পালে’র সঙ্গে তুলনা করলে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

মঙ্গলবার মুরারই ১ ব্লকের পলসা কারবালা মাঠে তৃণমূলের জনসভা হয়। সেখানেই তাঁকে ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল-র পদত্যাগের ইচ্ছা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। উত্তরে অনুব্রত বলেন, ‘‘দেখবেন কখনও কখনও ভেড়ার পাল কৃষকের গোয়ালে ঢোকে। আবার উৎসবের সময় ৩০টা বেরিয়ে যায়। তাতে মালিকেরই বা কি, গোয়ালেরই বা কি।’’

সভায় অনুব্রত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ৬৮টি প্রকল্প চালু করেছেন। দিদি বাংলায় না থাকলে অন্ধকার নেমে আসবে। বিজেপি বাংলাকে বিক্রি করে দেবে। তাই ভুল করবেন না।’’ তাঁর দাবি, ‘‘তৃণমূল ২২০ থেকে ২৩০ আসন পাবে। না পেলে দল ছেড়ে দেব।’’

তাঁর অভিযোগ, ‘‘কেন্দ্রীয় সরকার সিবিআই, ইডির ভয় দেখাচ্ছে। অনেকে ভয়ে পালিয়ে যাচ্ছে। আমি ওসব ইডি, সিবিআইকে ভয় পাই না। জেল খাটব, তবু মমতাকে ছাড়ব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mandal TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE