Advertisement
০৩ মে ২০২৪

আক্রান্ত বিধায়ক

সিপিএমের বন্ধ পার্টি অফিস চালু করে ফেরার পথে হামলা হল কংগ্রেস বিধায়ক ও সিপিএমের প্রাক্তন বিধায়কের গাড়িতে। শনিবার রাতে তালড্যাংরার শালতোড়া গ্রামে তাঁদের উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল।

তালড্যাংরা
শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০১:৪৯
Share: Save:

সিপিএমের বন্ধ পার্টি অফিস চালু করে ফেরার পথে হামলা হল কংগ্রেস বিধায়ক ও সিপিএমের প্রাক্তন বিধায়কের গাড়িতে। শনিবার রাতে তালড্যাংরার শালতোড়া গ্রামে তাঁদের উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল। সামান্য চোট পেয়েছেন বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষার ভট্টাচার্য, তালড্যাংরার প্রাক্তন সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্র ও দুই দলেরই কয়েকজন কর্মী। তালড্যাংরার মামড়ায় সিপিএমের একটি বন্ধ পার্টি অফিস খোলার অনুষ্ঠান সেরে তাঁরা বিষ্ণুপুরে ফিরছিলেন। শালতোড়ায় চা খেতে নামলে তাঁদের দিকে ইট, পাটকেল নিয়ে তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। তাঁরা গাড়িতে উঠে পালানোর সময় গাড়ি ভাঙচুর হয়। কোনওরকমে তাঁরা স্থানীয় আমড্যাংরা পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন। তাঁদের উদ্ধারে যান বিষ্ণুপুরের এসডিপিও বিবেক বর্মা। তুষারবাবু বলেন, ‘‘কপাল জোরে তৃণমূলের হামলা থেকে আমরা বেঁচে গিয়েছি। বিষ্ণুপুর কেন্দ্রে হেরে হীনমন্যতায় এই হামলা। তবে জোট কর্মীদের ঠেকানো যাবে না।’’ তিনি সেখান থেকেই ঘটনার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে জানিয়েছেন। মান্নান বলেন, ‘‘জঙ্গলের রাজস্ব চলছে। আমরা ওখানে যাব।’’ যদিও তৃণমূল নেতৃত্ব হামলার কথা মানতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

attack MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE