Advertisement
২৫ মে ২০২৪

স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ে সচেতনতা বাড়াতে আর্জি

শহরের পথে যান চলাচল নিয়ন্ত্রণ করতে বোলপুরে বসেছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং সিস্টেম। এ বার সেই সিগনাল ব্যবস্থা নিয়ে অবিলম্বে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে আর্জি জানাল বোলপুরের নাগরিক সমিতি।

বোলপুরের রাস্তায় বসল স্বয়ংক্রিয় সিগন্যালিং। —নিজস্ব চিত্র।

বোলপুরের রাস্তায় বসল স্বয়ংক্রিয় সিগন্যালিং। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৬
Share: Save:

শহরের পথে যান চলাচল নিয়ন্ত্রণ করতে বোলপুরে বসেছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং সিস্টেম। এ বার সেই সিগনাল ব্যবস্থা নিয়ে অবিলম্বে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে আর্জি জানাল বোলপুরের নাগরিক সমিতি।

মহকুমা পুলিশ ও পুর প্রশাসনের কাছে এই মর্মে তাঁরা লিখিত আবেদন জানিয়েছেন। জেলা পুলিশ জানিয়েছে, সচেতনতা বাড়ানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যস্ত মোড়ে ফ্লেক্স এবং শহরের বিভিন জায়গায় হ্যান্ডবিল দেওয়া হবে। প্রয়োজনে শহরে চলবে প্রচারও।

শহরের যানজট এবং বেপরোয়া যান চলাচল রুখতে বোলপুরে অক্টোবরে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল ব্যবস্থা। জেলা পুলিশের উদ্যোগে এবং মহকুমা পুর ও প্রশাসনের সহায়তায় ইতিমধ্যেই শহরের তিনটি ব্যস্ত মোড়ে বসেছে ওই ব্যবস্থার নানা উপকরণ। শহরের লজ মোড়, চিত্রা মোড় এবং চৌরাস্তা নিয়ে তিনটি জায়গায় রয়েছে ট্রাফিক স্ট্যান্ডও। দিন কয়েক পড়ে পরীক্ষামূলক ভাবে চালু হওয়ার কথা। তার আগে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম বসেছে। ট্রাফিক সিগনাল নিয়ে সর্ব স্তরে সচেতনতা বাড়াতে আর্জি জানাল বোলপুর নাগরিক সমিতি।

সংগঠনের সম্পাদক চিকিৎসক মোহিত সাহা বলেন, “যানজট, বেপরোয়া যান চলাচল নিয়ে যুগপোযোগী ব্যবস্থাকে শহরে আমরা স্বাগত জানাছি। তবে আনুষ্ঠানিক ভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চালু করার আগে, জেলা পুলিশ প্রশাসন সর্ব স্তরে সচেতনতা গড়ে তুলুক। আমরা জেলা পুলিশের কাছে আর্জি জানাচ্ছি। এসডিপিওকে লিখিত জানিয়েছি।”

জেলা পুলিশ জানিয়েছে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে এই ব্যবস্থা।

বোলপুরের পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, “স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্ব স্তরে প্রয়োজনীয় সচেতনতা গড়ে তুলতে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

automatic signal traffic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE