বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় রদবদল ঘটাল তৃণমূল। বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলাতেই বদলানো হল সভাপতি। বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীকে।
তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলার রদবদল নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল দলের অন্দরে। শুক্রবার বিকেলে তৃণমূলের নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হলে দেখা যায়, বাঁকুড়া ও বিষ্ণুপুর দু’টি জেলাতেই সভাপতি পদে রদবদল ঘটানো হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলায় সভাপতি পদ থেকে সাংসদ অরূপকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তারাশঙ্কর রায়কে। তারাশঙ্কর এত দিন বাঁকুড়ার তালড্যাংড়া ব্লকের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি বলেন, ‘‘দল দায়িত্ব দিয়েছে। আগামী দিনে আমি দলের সকলকে নিয়ে চলব। বিধানসভা নির্বাচনে সব ক’টি আসনে জয়লাভই আমাদের লক্ষ্য।’’
তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও জেলা সভাপতি পদে রদবদল করা হল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হল সুব্রত দত্তকে। সুব্রত এত দিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সংগঠনের দায়িত্বে ছিলেন। সুব্রত বলেন, ‘‘যখন আমি ভোটার হইনি, তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে আসছি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর ভরসা রেখে মাত্র ৩৭ বছর বয়সে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় দল চালানোর দায়িত্ব দিয়েছেন। আমি গর্বিত।’’