খড়্গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে ছুঁয়ে যাবে বাঁকুড়া জেলার একাংশকেও। ওই সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের জন্য বাঁকুড়া জেলা প্রশাসনকে ইতিমধ্যে প্রস্তাব জমা দিয়েছে ‘ন্যাশনাল হাইওয়ে অথারিটি অব ইন্ডিয়া’ (এনএইচএআই)।
এনএইচএআই-এর খড়্গপুর ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর সুব্রত নাগ বলেন, “এই রাস্তা নির্মাণ প্রকল্পের রূপরেখা তৈরির কাজ প্রায় শেষ। বাঁকুড়া জেলা প্রশাসনের কাছে আমরা জমি অধিগ্রহণ করার জন্য প্রস্তাব জমা দিয়েছি। সে কাজ দ্রুত শেষ করে সড়ক নির্মাণ শুরু করাই আমাদের লক্ষ্য।’’ বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
এনএইচএআই সূত্রের খবর, মূলত উত্তরবঙ্গের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চার লেনের শিলিগুড়ি-খড়্গপুর ‘ইকনমি করিডর’ গড়ে তুলতে উদ্যোগী হয় কেন্দ্র। শিলিগুড়ি থেকে বীরভূমের মোরগ্রাম পর্যন্ত সড়ক তৈরি হয়ে রয়েছে। প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে খড়্গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত নতুন সড়ক তৈরি করা হচ্ছে এই প্রকল্পে। এর মধ্যে বাঁকুড়া জেলার কোতুলপুর ও ইন্দাস ব্লকের উপরে প্রায় ২২ কিলোমিটার রাস্তা গড়া হবে এই প্রকল্পে।