নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হল চালক-সহ দুই সওয়ারির। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন বাইকে সওয়ার অন্য এক যুবক। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর থানার ঢেঙাম বড়তলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রবিন সোরেন ও ফকির সোরেন। ঘটনায় আহত যুবক লক্ষ্মীকান্ত মান্ডিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি বাইকে চড়ে বাঁকুড়ার রাইপুর থানার কদমা থেকে সোনাগাড়ার দিকে যাচ্ছিলেন তিন যুবক। ঢেঙাম বড়তলা সংলগ্ন এলাকায় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সজোরে ধাক্কা দেন রাস্তার ধারে একটি গাছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রবিন এবং ফকিরের।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রাইপুর থানার পুলিশ। ওই বাইকে সওয়ার লক্ষ্মীকান্তকে উদ্ধার করে পুলিশ প্রথমে নিয়ে যায় রাইপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে লক্ষ্মীকান্তকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন আছেন লক্ষ্মীকান্ত মান্ডি। ঘটনাস্থল থেকে পুলিশ দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।