Advertisement
০৩ মে ২০২৪
Coal Mine

Deucha Pachami: ফ্ল্যাট নয়, গ্রামীণ পরিবেশেই পুনর্বাসন পাবেন ডেউচা- পাঁচামির বাসিন্দারা,  জানালেন জেলাশাসক

জেলাশাসক জানিয়েছেন, মাটির নিচে ঠিক কত পরিমাণ কয়লা মজুত আছে তা জানতে কূপ খনন করা হবে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, দেওয়ানগঞ্জ হরিণশিঙায় কূপ খনন করা হবে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মহম্মদবাজার শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ০০:০৯
Share: Save:

প্রস্তাবিত ডেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পে পুনর্বাসনে ফ্ল্যাট বাড়ি নয়, বরং গ্রামীণ পরিবেশেই পুনর্বাসন দেওয়া হবে। জানালেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। তিনি বলেন, খনি এলাকার প্রস্তাবিত জমির বাইরে গ্রামীণ পরিবেশেই তাঁদের পুনর্বাসন দেওয়া হবে। এবং তা হবে মহম্মদবাজার ব্লকের মধ্যেই।

প্রস্তাবিত কয়লা খনি ও তার জন্য সরকার ঘোষিত প্যাকেজ নিয়ে এলাকাবাসীর মত জানার প্রক্রিয়া চলছে। জেলাশাসক জানিয়েছেন, মাটির নিচে ঠিক কত পরিমাণ কয়লা মজুত আছে তা জানতে কূপ খনন করা হবে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, দেওয়ানগঞ্জ হরিণশিঙায় কূপ খনন করা হবে। পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক করে তিনি বলেছেন, বাসিন্দারা যেন গুজবে কান না দেন। কোনও বিষয়ে প্রশ্ন থাকলে যেন ব্লক, পঞ্চায়েত কিংবা জেলাশাসকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal Mine Deucha Pachami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE