Advertisement
২০ মে ২০২৪

কুকথায় থানায় নালিশ লকেটের

তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় খাতড়ার তৃণমূল নেতা জয়ন্ত মিত্রের বিরুদ্ধে কলকাতার জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০১:২৩
Share: Save:

তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় খাতড়ার তৃণমূল নেতা জয়ন্ত মিত্রের বিরুদ্ধে কলকাতার জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বুধবার অভিযোগ দায়েরের পরে অভিনেত্রী লকেট চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘‘তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রের সম্পর্কে একটি মন্তব্য করার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। তারপরে পুলিশ যে তড়িঘড়ি সক্রিয়তা দেখিয়েছিল, দেখি আমার এই অভিযোগ নিয়ে পুলিশ তেমনটা দেখাক।’’ এ দিন বারবার চেষ্টা করেও ফোনে জয়ন্তবাবুকে পাওয়া যায়নি।

সম্প্রতি খাতড়ায় দলীয় সম্মেলনে জয়ন্তবাবু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। সেখানেই না থেমে তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়েও কুকথা বলেন। তার এই মন্তব্যকে ঘিরে বিজেপি তখনই কড়া সমালোচনা করেছিলেন।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও জানিয়ে দেন, ঘটনাটিকে দল মোটেই ভাল চোখে দেখছে না। জয়ন্তবাবুকে শো-কজও করে দল। কিন্তু জল সেখানেই থেমে নেই। এ দিন লকেটের অভিযোগের পরে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, ওই মন্তব্যের পরে জয়ন্তবাবুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি।

স্বভাবতই এ দিন থানায় অভিযোগের পরে তৃণমূলের অস্বস্তিও বেড়েছে। তৃণমূলের বাঁকুড়া জেলা সহ-সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী এ দিন বলেন, “জয়ন্ত ওই মন্তব্যের জন্য আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন। এর পর আর কিছু বলারই থাকে না।” যদিও কোথায়, কবে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি সুনির্দিষ্ট ভাবে তা জানাতে পারেননি। লকেটের থানায় অভিযোগ করার প্রেক্ষিতে অরূপবাবু বলেন, “এই সব নাটক না করে জঙ্গলমহলের উন্নয়নের জন্য যে টাকা কেন্দ্র পাঠাত, তা কেন বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার? সেই প্রশ্নের উত্তর দিক লকেট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Locket Chatterjee BJP TMC Jayanta Mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE