Advertisement
১৫ অক্টোবর ২০২৪

বিজেপি নেতাকে মারধর

এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল পাত্রসায়রে। রবিবার পাত্রসায়র থানার কাঁকরaডাঙা মোড়ে দলের পাত্রসায়র ১ নম্বর ব্লক সভাপতি দেবানন্দ সরকার সঙ্গীদের নিয়ে দলীয় পতাকা তোলার সময় শাসকদলের কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

পাশে: আহতকে দেখতে রাজ্য নেতা সুভাষ সরকার। নিজস্ব চিত্র

পাশে: আহতকে দেখতে রাজ্য নেতা সুভাষ সরকার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পাত্রসায়র শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০২:০৪
Share: Save:

এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল পাত্রসায়রে। রবিবার পাত্রসায়র থানার কাঁকরডাঙা মোড়ে দলের পাত্রসায়র ১ নম্বর ব্লক সভাপতি দেবানন্দ সরকার সঙ্গীদের নিয়ে দলীয় পতাকা তোলার সময় শাসকদলের কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বিষ্ণুপুর হাসপাতালে তাঁকে ভর্তি করতে হয়। সেখানে তাঁকে দেখতে এসে রাজ্য বিজেপি নেতা সুভাষ সরকার অভিযোগ করেন, ‘‘দেবানন্দবাবুকে তৃণমূলের কর্মীরা এমন মারধর করেছে যে তিনি কথা বলার অবস্থায় নেই। আমি বাঁকুড়া পুলিশ সুপারকে সব জানাচ্ছি।’’ যদিও এ দিন সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে থানায় বিজেপির তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি।

দেবানন্দবাবুর বাড়ি সাহাপুরে। তাঁর স্ত্রী বিষ্ণুপুর হাসপাতালে কাঁদতে কাঁদতে বলেন, ‘‘সকাল বেলায় দলের কাজ আছে বলে বাড়ি থেকে সুস্থ সবল মানুষটা বেরোল। কিন্তু বিনা দোষে তাঁকে মারধর করা হল।’’ হাসপাতাল সূত্রে খবর, ওই বিজেপি নেতার মাথায়, বুকে, হাত-পায়ে চোট রয়েছে। সিটি স্ক্যান করতে বলা হয়েছে। তবে উনি এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন।’’ তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যয়ের দাবি, ‘‘মিথ্যা অভিযোগ। আমাদের দলের কেউ মারধর করেনি। ওঁরা নিজেরা মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে পাত্রসায়রে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন।’’ এসডিপিও (বিষ্ণুপুর) লাল্টু হালদার বলেন, ‘‘একটা গণ্ডগোল হয়েছে। তবে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ হলেই তদন্ত হবে।’’

অন্য বিষয়গুলি:

BJP leader Beaten up
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE