দেওয়ালে আঁকা পদ্ম মুছে ফুটল ঘাস ফুল। বিজেপির নির্বাচনী কার্যালয় উড়িয়ে লেখা হল তৃণমূলের নির্বাচনী কার্যলয়। বিজেপির কার্যালয় কয়েক ঘণ্টায় বদলে গেল তৃণমূলের কার্যালয়ে।
দুবরাজপুরের ১৬ নম্বর ওয়ার্ডের হাজরা পাড়ার রবিবারের ঘটনা। লোকসভা এবং সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। সেই ওয়ার্ডে পার্টি অফিসের রং বদলে যাওয়া ঘিরে চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা দিলীপ হাজরা ও শিবু হাজরাদের খালি বাড়িটি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী কার্যালয় করতে দিয়েছিলেন। তাঁদের ইচ্ছেতেই এখন সেটি দলের হল বলে দাবি তৃণমূলের। তবে স্থানীয় বিজেপি নেতা প্রভাত চট্টোপাধ্যায় বলছেন, ‘‘এই সময়ে প্রলোভন দেওয়া সহজ। তাই হয়তো সাময়িক রং বদলেছে। তবে লোকসভা ও বিধানসভায় যে ফল বিজেপির হয়েছিল, তার থেকেও ভাল ফল হবে পুরসভা নির্বাচনে।’’
তৃণমূলের শহর সভাপতির মানিক মুখোপাধ্যায়ের আবার দাবি, ‘‘হাজরা পাড়ায় ৩৮টি পরিবার বিজেপি করত এটা ঠিক। কিন্তু, শনিবার স্বেচ্ছায় সব কটি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে। তাঁরা আগে ওই বাড়িটিতে বিপক্ষকে নির্বাচনী কার্যালয় করতে দিয়েছিলেন। এখন তাঁরা তৃণমূলে আসায়, যে পরিবর্তন হওয়ার কথা সেটাই হয়েছে।’’ আজ, সোমবার রথের দিন দলীয় পতাকা উত্তোলনের কথাও রয়েছে।
যা শুনে বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কাউন্সিলর সত্যপ্রকাশ তিওয়ারি বলছেন, ‘‘কোন গলির মধ্যে কে, কাকে একটা ঘর ব্যবহার করতে দিয়েছে সেটা ধর্তব্য নয়। এটুকু বলতে পারি ওই ওয়ার্ডেই বিজেপির দলীয় কার্যালয়টি মাথা উঁচু করে দাড়িয়ে রয়েছে।’’