কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে কৃষি আইন নিয়ে চাষিদের বোঝাতে ‘চাটাই বৈঠক’ আয়োজনে জোর দিচ্ছে বিজেপি। দলের ‘গৃহ সম্পর্ক অভিযান’-এও বাড়ি-বাড়ি গিয়ে কৃষি আইনের পক্ষে লিফলেট বিলি করছেন বিজেপি নেতারা।
গত লোকসভা নির্বাচনে জেলার দু’টি লোকসভা কেন্দ্র, বাঁকুড়া ও বিষ্ণুপুরে বড় ব্যবধানে জয় পান বিজেপি প্রার্থীরা। পাশাপাশি, জেলার বারোটি বিধানসভাতেই লোকসভায় ভোটপ্রাপ্তির নিরিখে তৃণমূলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি। তবে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় কৃষি আইন গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, তা মানছেন জেলার বিজেপি নেতৃত্বের বড় অংশই।
তাই ওই আইন নিয়ে বুথ স্তরে গিয়ে মিটিং-এ জোর দেওয়া হচ্ছে, যার পোশাকি নাম ‘চাটাই বৈঠক’। দলীয় সূত্রে খবর, কৃষি আইন নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব কোন পথে দেওয়া হবে, তা মণ্ডল নেতৃত্বকে আলাদা ভাবে বুঝিয়েছেন দলের জেলা নেতারা। মণ্ডল নেতারা বিভিন্ন শক্তিকেন্দ্রের নেতাদের আইন বুঝিয়েছেন।