Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দুধকুমারকে তোপ দলের নেতার

সদ্য সদ্য জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন দুধকুমার মণ্ডল। তার পর থেকেই জেলায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। রবিবার একটি সাংবাদিক বৈঠক ডেকে, এ বার দুধকুমারের সমালোচনা করলেন দলে তাঁর বিরোধী মুখ বলে পরিচিত বিজেপির জেলা সহ-সভাপতি তথা বোলপুর পুরভোটের ভারপ্রাপ্ত নেতা দিলীপ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৫ ০০:৩১
Share: Save:

সদ্য সদ্য জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন দুধকুমার মণ্ডল। তার পর থেকেই জেলায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। রবিবার একটি সাংবাদিক বৈঠক ডেকে, এ বার দুধকুমারের সমালোচনা করলেন দলে তাঁর বিরোধী মুখ বলে পরিচিত বিজেপির জেলা সহ-সভাপতি তথা বোলপুর পুরভোটের ভারপ্রাপ্ত নেতা দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, “নির্বাচনের মতো সাম্প্রতিক পরিস্থিতিতে, দলের জেলা সভাপতির মত পদ থেকে সরে দাঁড়ানোয়, দল এবং দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছেন দুধকুমার। তবে, এতে পুরভোটের ফলাফলে কোনও প্রভাব ফেলবে না।” পুরভোটে বিজেপির প্রার্থীদের হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ তুলে আসন্ন পুর নির্বাচনে, দলীয় প্রার্থীদের পরিচয় এবং আনুষ্ঠানিক ভাবে প্রচার কর্মসূচি শুরুর আগে, রবিবার দিলীপবাবু সাংবাদিক সম্মেলনটি করেন। সেখানে রাজ্যের শাসক দলের মন্ত্রী এবং তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, দুধকুমারের বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। এ দিন দুধকুমার গোষ্ঠীর অনেককে দেখতে পাওয়া যায় ওই সাংবাদিক সম্মেলনে। দুধকুমারের পদত্যাগ নিয়ে দিলীপবাবু বলেন, “দল সবার উপরে। ব্যক্তি আমাদের কাছে বড় নয়। আমাদের কাছে আদর্শ বড়, দল বড়। তার উপর কেউ নয়। কোনও ব্যক্তি পদত্যাগ করলেন, কোনও ব্যক্তি এলেন, তাতে ভোটে প্রভাব পড়বে না।”

দুধকুমার ভুল করেছেন, এমন দাবি করে দিলীপবাবু বলেন, “আমার মনে হয় উনি ভুল করেছেন। নির্বাচনের আগে, এই কাণ্ডটি ঘটিয়ে, তিনি পার্টির মুখে, আমাদের যে ভাবমূর্তি তার মুখে কালিমালিপ্ত করেছেন।” বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, শাসক দল তৃণমূল ক্ষমতার দখল বজায় রাখতে, এলাকায় বিজেপি প্রার্থীদের এবং তাঁদের পরিবারকে হুমকি দিচ্ছে। এমনকী শাসক দলের মন্ত্রী, নেতারা ভয় দেখাচ্ছেন। তাঁর অভিযোগ, “রাজ্যের মৎস্য মন্ত্রী তথা বোলপুর পুরভোটের তৃণমূলের ভারপ্রাপ্ত চন্দ্রনাথ সিংহ ও তাঁর সাঙ্গোপাঙ্গোরা প্রার্থীদের বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে। ক্ষমতা ধরে রাখতে, শাসক দলের অর্থ এবং অস্ত্রের ব্যাবহারে আতঙ্কিত মানুষ।” এদিন বিজেপির প্রার্থীরা বোলপুর শহরের রেল ময়দান, ডাঙ্গালি কালীতলা, স্টেশন চত্বর-সহ একাধিক জায়গায় প্রচারে নামেন। দিলীপবাবুর অভিযোগ অবশ্য মানতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, “অভিযোগ ভিত্তিহীন। উদ্দেশ্যে প্রণোদিতভাবে এ সব রটানো হচ্ছে শাসক দলের বিরুদ্ধে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE