মোবাইলের ব্যাটারি ফেটে আহত হল এক বালক। বিস্ফোরণে তার ডান ও বাঁ হাতে চোট লেগেছে। বুকেও আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটেছে রবিবার পুরুলিয়া মফস্সল থানার ভাঙড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বালকের নাম প্রিন্স দাস। সে স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। এ দিন ঘরের ভিতরে মোবাইলটি চার্জ দেওয়া হচ্ছিল। সকাল প্রায় ১১টা নাগাদ সে চার্জের তার খুলে মোবাইলটি নিতে গেলে সশব্দে তা ফেটে যায়। ঘরের ভিতর থেকে জোরে পটকা ফাটার মতো শব্দ পেয়ে বাড়ির লোকজন হতভম্ব হয়ে যান। সেই সময় চিৎকার করতে করতে ঘরের মধ্যে থেকে প্রিন্স বেরিয়ে আসে। তার বাবা দিলীপ দাস বলেন, ‘‘আমি তখন বাড়িতে ছিলাম না। ঘরের মধ্যে মোবাইল ফোনের চার্জ হচ্ছিল। প্রিন্স ফোনটি নিতে যেতেই কী কারণে বিস্ফোরণ হল বুঝতে পারছি না। ওর দু’হাত কেটে গিয়েছে। বুকের কিছুটা অংশও ঝলসে গিয়েছে। আঘাত গুরুতর থাকায় তাকে বিকেলে ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়ে যাওয়া হয়।