বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটিকুড়ি গ্রামে প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি মদন লোহারের রহস্যমৃত্যুকে ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মদন। রবিবার সকালে ধলটিকুড়ি এলাকার একটি মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তবে স্থানীয়দের বিক্ষোভে রবিবার দুপুর পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি তারা।
রবিবার সকালে স্থানীয়েরা দেখেন, ধলটিকুড়ির একটি মাঠে পড়ে রয়েছে মদনের দেহ। তাঁর কান থেকে গড়িয়ে পড়ছে রক্ত। যদিও শরীরের অন্য অংশে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই বলে দাবি স্থানীয়দের। পরিবার ও এলাকার মানুষের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে মদনকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিনিকেতন থানার পুলিশ। তবে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাতে বাধা দেন এলাকার মানুষজন ও মৃতের পরিবার। বিক্ষোভকারীদের বক্তব্য, মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস না পাওয়া পর্যন্ত মৃতদেহ সরানো যাবে না। দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিও জানিয়েছেন তাঁরা।
এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং প্রচুর মানুষ ঘটনাস্থলে জড়ো হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত-সহ সমস্ত দিক খতিয়ে দেখা হবে। তবে এলাকাবাসীর বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।