Advertisement
E-Paper

টুকরো খবর

দোকান ঢুকে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে, ভোজালির কোপ মেরে টাকা লুঠের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার রাতে ইলামবাজার থানা এলাকার ঘটনা। ওই ব্যবসায়ীকে রাতেই ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। রাতেই অজ্ঞাতপরিচয় ওই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ইলামবাজার থনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫৩

ভোজালির কোপ, লুঠ

নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার

দোকান ঢুকে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে, ভোজালির কোপ মেরে টাকা লুঠের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার রাতে ইলামবাজার থানা এলাকার ঘটনা। ওই ব্যবসায়ীকে রাতেই ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। রাতেই অজ্ঞাতপরিচয় ওই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ইলামবাজার থনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। এ দিকে, এই ঘটনাকে ঘিরে ইলামবাজার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এলাকায় ব্যবসা বন্ধের হুমকি দিয়েছে স্থানীয় ব্যাবসায়ি সমিতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দু’টি মোটরবাইকে করে চাল কেনার নাম করে ইলামবাজার-পানাগড় রাস্তার ওপর থাকা একটি চালের দোকানে আসে দুষ্কৃতীরা। ওই চাল দোকানের মালিক নারায়ণচন্দ্র পাল কিছু বোঝার আগেই তাঁর মাথায় পিস্তল ঠেকায় এক দুষ্কৃতী। টাকা দেওয়ার জন্য জোরাজুরি করে। চিৎকার করলে খুন করার হুমকি দেয় বলে অভিযোগ। হঠাৎই নারায়ণবাবুর মাথায় ভোজালির কোপ মেরে ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালায় বলে অর্ভিীোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করেন অন্য ব্যবসায়ীরা। খবর যায় তাঁর ভাই গণেশচন্দ্র পালের কাছে। ইলামবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মহম্মদ মহসিন মণ্ডলের অভিযোগ, “বারে বারে এই এলাকার ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার কথা পুলিশকে জানিয়েছেন। প্রকাশ্যে এমনকী দিনেদুপুরে একের পর এক চুরি, ছিনতাই, লুঠের ঘটনা ঘটছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে স্থানীয় পুলিশ নির্বিকার। এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো-সহ প্রয়োজনীয় নজরদারির ব্যবস্থার দাবিতে বহুবার ইলামবাজার থানার দ্বারস্থ হয়েছি। এ সব দাবি তো পূরণ হয়নি, দিনের পর দিন ইলামবাজার এলাকায় অপরাধ বাড়ছে।” বোলপুরের এসডিপিও অম্লানকুসুম ঘোষ বলেন, “তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তামাক আইন নিয়ে সরব বিড়ি শ্রমিকেরা

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

বিড়ি মালিকদের পরে এ বার কেন্দ্রীয় সরকারের টোব্যাকো বা তামাক আইনের বিরুদ্ধে সরব হলেন বিড়ি শ্রমিকেরা। সোমবার পুরুলিয়ায় সিটু-র জেলা কার্যালয়ে এই আইন প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে সিটু প্রভাবিত ‘পুরুলিয়া জেলা বিড়ি কারিগর ইউনিয়ন’। ছিলেন সংগঠনটির নেতা ভীম কুমার এবং সিটুর জেলা সম্পাদক হারাধন বন্দ্যোপাধ্যায় সভাপতি নিখিল মুখোপাধ্যায়। এ দিন সিটুর তরফে অভিযোগ করা হয়, কেন্দ্রের ইউপিএ-২ সরকারের সময়েই এই তামাক আইন প্রবর্তন করা হয়েছিল। বর্তমানে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এই আইনটির আরও কিছু সংশোধন করতে উদ্যোগী হয়েছে। যাতে সমস্যায় পড়বেন বিড়ি শ্রমিকেরা। একই বিষয়ে আগেই প্রতিবাদ জানিয়েছে বিড়ি উৎপাদক সংস্থাগুলির মালিকপক্ষ। ২৫ ফ্রেব্রুয়ারি এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনাও হওয়ার কথা বিড়ি তৈরির মালিকদের সংগঠনের। সেই আলোচনাতে সর্বসম্মত সিদ্ধান্ত উঠে না আসলে বিড়ি শিল্পে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে মালিক সংগঠন। এ দিন অবশ্য ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিড়ি শ্রমিক সংগঠন। পাশপাশি কেন্দ্রীয় সরকার বিড়ির উপরে সেস বসিয়ে বার্ষিক জেলা থেকে ৮০ লক্ষ টাকা আয় করলেও তা থেকে নির্ধারিত অংশ শ্রমিকদের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বরাদ্দ করছে না বলে অভিযোগ। ঝালদায় বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের ভবন তৈরি হলেও তা চালু করা হয়নি বলেও অভিযোগ বিড়ি কারিগর ইউনিয়নের।

বধূকে খুনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • কাশীপুর

বধূ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম উপাসী দাস (২৭)। ধৃতেরা হলেন মৃতার স্বামী অনন্ত, শ্বশুর অতুল দাস ও শাশুড়ি ললিতা দাস। সকলেই কাশীপুর থানার সেজা গ্রামের বাসিন্দা। সোমবার তাঁদের বাড়ি থেকে ধরার পরে রঘুনাথপুর আদালতে তোলা হলে সকলেরই জেল হাজত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কাশীপুরের কল্লোলী ব্লক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উপাসীদেবীর। আট মাস আগে বরাবাজারের বাসিন্দা উপাসীদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল সেজা গ্রামের অনন্ত দাসের। পুলিশ জানিয়েছে, রবিবার সকালের দিকে অসুস্থ অবস্থায় ওই বধূকে ব্লক হাসপাতালে ভর্তি করিয়েছিল তাঁর শ্বশুড়বাড়ির লোকেরা। কিন্তু, চিকিৎসা করার জন্য বেশি সময় পাননি চিকিৎসকরা। ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যু হয় ওই বধূর। ওই দিনই বিকেলে কাশীপুর থানায় বাড়তি পণের দাবিতে তাঁর বোনকে শ্বশুরবাড়ির লোকেরা খুন করেছে বলে অভিযোগ দায়ের করেন উপাসীদেবীর দাদা উত্তম দাস। পুলিশ অবশ্য জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

চ্যাম্পিয়ন ন’ডিহা, লাগদা

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

মানভূম ক্রীড়া সংস্থা পরিচালিত ‘এ’ ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ন’ডিহা জিমন্যাস্টিক অ্যসোসিয়েশন। শনিবার পুরুলিয়া হিলভিউ মাঠে হওয়া ফাইনালে তারা নর্থলেক রিক্রিয়েশন ক্লাবকে ৩১ রানে হারিয়ে দেয়। ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় জানান, প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৫ ওভারে ন’ডিহা ৫ উইকেটে ১৮৭ রান তোলে। প্রকাশ সিংহ ৮৭ ও সৌরভ সিংহ ৩৪ রান করেন। নর্থলেকের বোলার সঞ্জয় মাহাতো ৩০ রানে ৩টি ও নারায়ণ রাজোয়াড় ৩৪ রানে ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নর্থলেক ৩২.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায়। বাবন মাহাতো ৩১ রানে অপরাজিত থাকেন। ন’ডিহার অমিত ওরাং ২৫ রানে ৩টি, বিরজু কর্মকার ১৮ রানে ২টি উইকেট পান। ‘এ’ ডিভিশনে ১২টি দল অংশ নিয়েছিল। অন্য দিকে, রবিবার ‘বি’ ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে লাগদা ফুটবল ক্লাব। ফাইনালে তারা পুরুলিয়া ভানাসকে ৩৭ রানে হারায়। ৩০ ওভারে প্রথমে ব্যাট করে লাগদা ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল। অভিজিৎ দত্ত ৫৭ রান করেন। ভানাসের হয়ে শাহজাহান আনসারি ১৬ রানে ৩টি উইকেট পান। ভানাস ১২৭ রানে অলআউট হয়ে যায়।

পিছিয়ে গেল আলোচনা

নিজস্ব সংবাদদাতা • পাড়ুই

মঙ্গলডিহি জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির সোমবারের আলোচনাসভা ‘অনিবার্য’ কারণে পিছিয়ে গেল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “অনিবার্য কারণে আলোচনাসভা স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” প্রসঙ্গত, তিন বছরের মেয়াদের জন্য স্কুল পরিচালন সমিতির নির্বাচনে অভিভাবক প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করেন। গত শিক্ষাবর্ষে নির্বাচিত তিন অভিভাবক প্রতিনিধির পড়ুয়ারা স্কুলের পঠনপাঠন সম্পূর্ণ করায়, স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়। স্বাভাবিক কারণে স্কুল পরিচালন সমিতিতে থাকা ওই পড়ুয়াদের নির্বাচিত তিন অভিভাবকের জায়গা খালি হয়। নিয়ম অনুযায়ী সেই পদের জন্য স্কুল কর্তৃপক্ষ পরিচালন সমিতির ‘কো-অপশান’ বৈঠক করে অভিভাবক প্রতিনিধি নেওয়ার কথা। সেই বিধি মেনে স্কুল পরিচালন সমিতির ওই ‘কো- আপশন’ বৈঠক ছিল গত শুক্রবার। প্রধান শিক্ষক বলেন, “ওই বৈঠকে পরিচালন সমিতির অন্যতম সদস্য দেবাশিস গঙ্গোপাধ্যায় তিন অভিভাবকের নাম প্রস্তাব করেন। প্রস্তাবিত নামের ওই তিন অভিভাবক পরিচালন সমিতির সদস্য হয়েছেন।”

গাড়ির ধাক্কায় জখম পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর

দুর্ঘটনায় জখম পরীক্ষার্থী মহসিন।

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার তরুলিয়া মোড়ের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। ছাত্রটির নাম, মহম্মদ মহসিন। সিউড়ি হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রের খবর। দুবরাজপুরের তরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রের বাড়ি লোবার ফকিরবেড়া গ্রামে। হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছিল। বাংলা পরীক্ষা দিয়ে হেতমপুর থেকে বাসে তরুলিয়া মোড়ে নেমেছিল মহসিন। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে। মাথায় মারাত্মক চোট পায় সে। পুলিশ গাড়ি ও তার চালককে আটক করেছে।

জয়পুরে বধূর মৃত্যু, ধৃত আর এক ওঝা

ধৃত ওঝা রাখহরি। —নিজস্ব চিত্র

ভূত তাড়ানোর নামে এক বধূকে খুনের ঘটনায় আরও এক ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাঁকুড়ার জয়পুর থানার গেলিয়া গ্রামের ঘটনা। ওই রাতেই ওঝাদের অত্যাচারে মারা যান শিবানী বিশ্বাস (৫৮) নামে এক গৃহবধূ। অভিযোগ, ভূত তাড়ানোর নামে তাঁকে ঝাঁটা ও বাঁশ পেটা করার পাশাপাশি ছ্যাঁকাও দেয় ওঝার দল। রাতেই মৃত বধূর ছেলে সঞ্জয় বিশ্বাসের কাছে অভিযোগ পেয়ে ওই ওঝা দলের ৬ জনকে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ। রবিবার রাতে আরও এক জনকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম রাখহরি পরামানিক, জাহ্ণবী বৈরাগী, দীনবন্ধু কোটাল, বনমালী গায়েন, উত্তম সাঁতরা, প্রদ্যুত দিগার। এদের সকলের বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার লাউগ্রামে। দলে রয়েছে সরোজ ঝাঁ নামে ঝাড়খণ্ডের নুল্লাঘাট এলাকার এক বাসিন্দাও। সোমবার ধৃত সাত জনকেই বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক তাদের দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

এয়ার ট্যাঙ্ক ফেটে মৃত্যু

গাড়ির চাকায় হাওয়া দেওয়ার ‘এয়ার ট্যাঙ্ক’ ফেটে মৃত্যু হল এক লরি খালাসির। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মেজিয়ার জোড়াপুকুর এলাকায়, গাড়ির চাকা সারায়ের একটি দোকানে। পুলিশ জানিয়েছে, মৃত সাগর গোপ (২৪) বীরভূমের ইলামবাজারের বাসিন্দা। মেজিয়া শিল্পাঞ্চলে তিনি লরির খালাসির কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জোড়াপুকুরে গাড়ির চাকা সারাইয়ের দোকানে হাওয়া দেওয়ার মেশিন ‘এয়ার ট্যাঙ্ক’ ভর্তি করা হচ্ছিল। ঘটনাচক্রে সাগর ওই দোকানে ঢুকে হাওয়া মেশিনের সুইচ বন্ধ করে। তার পরেই প্রচণ্ড শব্দে ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় সাগরকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

মাদক-সহ আটক

পুরুলিয়া স্টেশনের প্ল্যাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করেছিল রেলপুলিশ। তার কাছে মিলল মাদক। ধৃতের বাড়ি বিহারের বক্তিয়ারপুরে। শনিবার রাতে সে একটি ব্যাগ নিয়ে কোনও ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তাকে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। ব্যাগে প্রচুর পরিমাণ গুঁড়ো মাদক মেলে। রেলপুলিশের দাবি, জেরার মুখে ধৃত স্বীকার করে, সেই গুঁড়ো পদার্থ মরফিন।

ডাম্পারের ধাক্কা

ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হলেন এক গ্রামবাসী। আহত গুরুপদ সরেনের বাড়ি কেন্দা থানার জামবাদ গ্রামে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে মানবাজার-পুরুলিয়া রাস্তায় পানিপাথর গ্রামের কাছে। দুর্ঘটনার পরে বাসিন্দারা কিছুক্ষণের জন্য রাস্তায় বিক্ষোভ দেখান। আহত ব্যক্তি পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি।

brief story puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy