E-Paper

একাধিক আইন বদলের উদ্যোগের বিরোধিতা, ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক

সংশ্লিষ্ট মহলের মতে, বাজেট পেশ হবে ফেব্রুয়ারির গোড়ায়। তার পরেই ধর্মঘটে যাচ্ছে কর্মী ও কৃষক সংগঠনগুলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৩০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কর্মী, পরমাণু ক্ষেত্র এবং গ্রামীণ রোজগার সম্পর্কিত একাধিক আইন বদলের উদ্যোগের বিরোধিতা নামছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। এ জন্য ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তাদের যৌথ মঞ্চ ও আরও কিছু ক্ষেত্রের কর্মী সংগঠন। বিভিন্ন কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা ও বিদ্যুৎ ক্ষেত্রের কর্মী-ইঞ্জিনিয়ারদের সংগঠন এসিসিওইইই ধর্মঘটকে নিঃশর্ত সমর্থন দিচ্ছে।

নয়াদিল্লির হরকিষেন সিংহ সুরজিৎ ভবনে ৯ জানুয়ারি জাতীয় শ্রমিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে সাধারণ ধর্মঘটের তারিখে সিলমোহর দেওয়া হবে। সংশ্লিষ্ট মহলের মতে, বাজেট পেশ হবে ফেব্রুয়ারির গোড়ায়। তার পরেই ধর্মঘটে যাচ্ছে কর্মী ও কৃষক সংগঠনগুলি। ফলে প্রস্তাবিত ধর্মঘট বাজেট অধিবেশনের সময় পড়বে।

সংসদের শীতকালীন অধিবেশনে একাধিক বিল পাশ হয়েছে। যার মধ্যে রয়েছে চারটি শ্রমবিধি চালু, ১০০ দিনের কাজের আইনের নাম বদল, বিমায় ১০০% প্রত্যক্ষ বিদেশি লগ্নিতে সায়, পরমাণু বিদ্যুৎ সংক্রান্ত বিল পাস ইত্যাদি। এ সবেরই প্রতিবাদে ধর্মঘটে শামিল হচ্ছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। এগুলি আইএনটিইউসি, সিটু, এআইটিইউসি, এইচএমএস, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, টিইউসিসি, ইউটিইউসি, সেওয়া এবং এলপিএফ। এ ছাড়াও সঙ্গে থাকছে বিভিন্ন ক্ষেত্রের কর্মচারী সংগঠনগুলি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Labour Union

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy