Advertisement
E-Paper

টুকরো খবর

ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি এবং পুলিশের গাড়িতে ভাঙচুড়ে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নলহাটি থানার পাইকপাড়া গ্রাম থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন রণজিৎ মাল, পাপাই ভট্টাচার্য, পিন্টু মণ্ডল এবংর কলেজ কোনাই। প্রত্যেকের বাড়ি ওই গ্রামেই। বুধবার ধৃত চার জনকে রামপুরহাট আদালতে হাজির করানো হয়।

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ০০:৪৩

গণপিটুনি-কাণ্ডে ধৃত চার

নিজস্ব সংবাদদাতা • নলহাটি

ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি এবং পুলিশের গাড়িতে ভাঙচুড়ে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নলহাটি থানার পাইকপাড়া গ্রাম থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন রণজিৎ মাল, পাপাই ভট্টাচার্য, পিন্টু মণ্ডল এবংর কলেজ কোনাই। প্রত্যেকের বাড়ি ওই গ্রামেই। বুধবার ধৃত চার জনকে রামপুরহাট আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত এসডিপিও (রামপুরহাট) সমর পাণ্ডে বলেন, ‘‘পুলিশ শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় পৌঁছেছিল। ছেলেধরা সন্দেহবশত উত্তেজিত জনতা এক যুবককে মারধর করছিল। পুলিশ খবর পেয়ে এলাকায় পৌঁছে জখম যুবককে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসছিল। কিন্তু, উত্তেজিত জনতা নিজের হাতে আইন তুলে নিয়ে নিজেরাই বিচার করতে চেয়ে পুলিশের গাড়ির কাচ ভাঙচর করে। নিজেরাই গাড়ির গেট খুলে জখম যুবককে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেয়।’’ তার জন্য সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং মারধর করার জন্য পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে। ওই মামলার ভিত্তিতেই ধৃতদের গ্রেফতার করা হয়েছে বলে এসডিপিও জানিয়েছেন। এ দিকে, বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশ থানায় ধৃত চার জনকে প্রচণ্ড মারধর করেছে। তবে, এই মর্মে রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।

বকেয়ার দাবি, স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর

১০০ দিনের কাজের বকেয়া মজুরি দেওয়া-সহ আট দফা দাবিতে দুবরাজপুরের বিডিও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভার স্থানীয় সমিতি। বুধবার দুপুরে ওই স্মারকলিপি দেওয়া হয়। ওই স্মারকলিপিতে সংগঠন প্রশাসনের কাছে অকেজো নলকূপ সারানো, নতুন নলকূপ বসানো, বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা প্রকাশ, রানিগ়়ঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের সংস্কার এবং পঞ্চায়েত সমিতির কাজে ই-টেন্ডার চালুর দাবিও তুলেছেন। একই দিনে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকরা, দলীয় কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি-সহ একাধিক দাবিতে দুবরাজপুর থানার ওসিকে পৃথক একটি স্মারকলিপি দেয় সিপিএমের ওই কৃষক সংগঠন। এ দিন উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক তথা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ গঙ্গোপাধ্যায়, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাধন ঘোষ, অরুণ মিত্র, হায়দার হোসেন-সহ একাধিক নেতা-কর্মী। দুবরাজপুরের বিডিও সুশান্ত বালা তাঁর এক্তিয়ারভুক্ত দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

ওড়িশায় উদ্ধার নিখোঁজ বধূ

নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি

বছর দুয়েক আগে নিখোঁজ হয়ে যাওয়া এক বধূকে ওড়িশা থেকে উদ্ধার করে আনল সাঁওতালডিহি থানার পুলিশ। সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বর থেকে ওই বধূকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দেয় পুলিশ। প্রসঙ্গত একই ভাবে গতমাসের শেষদিকে সাঁওতালডিহি থানার পুলিশ মুম্বই থেকে কাঁকি বস্তির বাসিন্দা এক স্কুলছাত্রকে উদ্ধার করে এনেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূর বয়স প্রায় ৩০ বছর। কম বয়েসেই তার বিয়ে হয়েছিল ঝাড়খণ্ডে। কিন্তু বিয়ে টেকেনি। ফলে বিয়ের পর তিনি সাঁওতালডিহিতে বাপের বাড়িতেই তিনি থাকতেন। সেখান থেকেই বছর দুয়েক আগে তিনি নিখোঁজ হয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁওতালডিহি থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন ওই বধূর বাবা। বিস্তর সন্ধান করেও এতদিন ওই মহিলার খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি পুলিশ জানতে পারে ওড়িশার ভুবনেশ্বরের একটি সরকারি হোমে রয়েছেন ওই মহিলা। তাঁর মাকে ওই হোমে নিয়ে গিয়ে পুলিশ ওই বধূকে উদ্ধার করে আনে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বিয়ের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। বছর দুয়েক আগে সাঁওতালডিহি স্টেশন থেকে ট্রেনে চেপে তিনি ওড়িশার পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁর ঠাঁই হয় হোমে। এ দিকে মেয়েকে ফিরে পেয়ে তাঁর বাবা বলেন, ‘‘একদিন কাউকে কিছু না বলেই বাড়ি থেকে চলে গিয়েছিল মেয়ে। বহু জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে ওকে ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। পুলিশই ওকে ফিরিয়ে দিল।”

বিয়ে বন্ধ নাবালিকার

নিজস্ব সংবাদদাতা • রাইপুর

ফের এক নাবালিকার বিয়ে রুখল পুলিশ প্রশাসন। রাইপুর ব্লক এলাকার ঘটনা। প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার রাতে ওই গ্রামে এক নাবালিকার বিয়ের আয়োজন পাকা করে ফেলেছিলেন তার বাড়ির লোকজন। বছর ১৫–র ওই কিশোরী রাইপুরেরই একটি গ্রামে তার মামার বাড়িতে থাকে। বাড়িও রাইপুরেরই অন্য একটি গ্রামে। হুগলির আরামবাগ থানা এলাকার বাসিন্দা বছর ত্রিশের এক যুবকের সঙ্গে ওই নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাইপুরের যুগ্ম বিডিও অঞ্জন ঘোষাল কয়েকজন আধিকারিক ও পুলিশ নিয়ে ওই গ্রামে যান। নাবালিকার এবং পাত্রপক্ষের পরিবারের লোকজনকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। বিডিও দীপঙ্কর দাস বলেন, “১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যে আইনত অপরাধ সে কথা দুই পরিবারকে বুঝিয়ে বলা হয়। আমাদের কথা শুনে তাঁরা বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তাঁরা একটি লিখিত মুচলেকা দিয়েছেন।” বিডিও জানান, স্থানীয় হাইস্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পরে ওই নাবালিকা স্কুলছুট হয়েছে। তাকে পুনরায় স্কুলে ভর্তি করতে পরিবারের লোকজনকে বলা হয়েছে। এ ব্যাপারে পরিবারকে ব্লক থেকে যথাসাধ্য সাহায্য করা‌রও আশ্বাস দেওয়া হয়েছে। মেয়েটির বাবা পেশায় দিনমজুর। তিনি বলেন, “আমার আর্থিক অবস্থা ভাল নয়। বিনা পণে ভাল পাত্র পেয়ে ওর মামার বাড়ি তাড়াতাড়ি বিয়ে দিতে চেয়েছিল। তবে মেয়ে এখনও নাবালিকা। ওর বিয়ের যে এখন ঠিক সময় নয়, সেটা এখন বুঝতে পেরে আপাতত বিয়ে না দেওয়ার মনস্থির করেছি।”

বিল নিয়ে পথে

নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

কেন্দ্রের জমি বিলের প্রতিবাদে বাঁকুড়ায় জেলা তৃণমূল। বুধবার বিকেলে মাচানতলা থেকে মিছিল করে তৃণমূল। ছিলেন দলের জেলা সভাপতি অরূপ খাঁ, জেলা কোর কমিটির সদস্য অরূপ চক্রবর্তী সহ অনেকে। উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডের শাসক দলের প্রার্থীরাও। দলের জেলা নেতা জয়দীপ চট্টোপাধ্যায় বলেন, “জেলার তিনটি পুরশহর-সহ সব ক’টি ব্লকেই আমাদের মিছিল হয়েছে।” একই কারণে পুঞ্চাতেও এ দিন তৃণমূল মিছিল করে। ডাঙার হাটতলা থেকে মিছিল শুরু হয়ে পুঞ্চার হরিমন্দির পর্যন্ত যায়। মিছিলে ছিলেন মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ স্থানীয় নেতারা।

কয়লা আটক

নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া

রাতে অভিযান চালিয়ে প্রায় ৪০ টন অবৈধ কয়লা আটক করল নিতুড়িয়া থানার পুলিশ। ঘটনাটি মঙ্গলবার রাতের। নিতুড়িয়া থানার ওসি সাধন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ নিতুড়িয়া থানার মহেশ নদী এলাকায় অভিযান চালিয়ে ওই কয়লা আটক করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়া থানা এলাকার অবৈধ কয়লা খাদান থেকে কয়লা তুলে পাচারের কারবার দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বর্তমানে ঝাড়খণ্ড থেকে কয়লা এনে মজুত করে পাচারের ঘটনা বাড়ছিল। ঝাড়খণ্ডের চিরকুণ্ডা থানা এলাকা থেকে অবৈধ কয়লা দামোদর নদ পেরিয়ে নিতুড়িয়ায় নিয়ে আসছিল কয়েকজন। বিশেষ সূত্রে খবর পেয়ে সেই কয়লা আটক করা হয়েছে। পুলিশের দাবি, বাজেয়াপ্ত কয়লার মূল্য লক্ষাধিক টাকা।

বাজ পড়ে ঘরে আগুন, আহত

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

বাজ পড়ে ঘরের চালায় আগুন লেগে গেল। ওই ঘরে থাকা মা ও মেয়েও গুরুতর চোট পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পুঞ্চা থানার ছিরুডি গ্রামের ঘটনা। আহত রসনি কিস্কু ও তাঁর মেয়ে সারদা কিস্কুকে মঙ্গলবার রাতেই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনমজুর পরিবারটি বিকেলে কাজ সেরে বাড়িতে রান্নার আয়োজন করছিলেন। স্থানীয় বাসিন্দা মনোহর কিস্কু, জননী কিস্কু বলেন, ‘‘সেই সময় বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। সবাই বাড়িতে তখন রান্নার তোড়জোড় করছিলেন। সেই সময় বিকট শব্দে বাজ পড়ায় আমরা চমকে যাই। মনে হল কাছেই কোথাও বাজ পড়েছে। বাইরে বেরিয়ে দেখি রসনীদের বাড়িটা দাউদাউ করে জ্বলছে।’’ পড়শিরাই জল ঢেলে আগুন নেভান। তাঁরা জানান, সারদা ও ওঁর মা রসনীদেবী অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিলেন। তাঁরাই উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মা ও মেয়ে দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল।

গণপিটুনিতে গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা • নলহাটি

ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি এবং পুলিশের গাড়িতে ভাঙচুড়ে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রাম থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন রণজিৎ মাল, পাপাই ভট্টাচার্য, পিন্টু মণ্ডল এবং কলেজ কোনাই। প্রত্যেকের বাড়ি ওই গ্রামেই। বুধবার ধৃত চার জনকে রামপুরহাট আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত এসডিপিও (রামপুরহাট) সমর পাণ্ডে বলেন, ‘‘ছেলেধরা সন্দেহবশত উত্তেজিত জনতা এক যুবককে মারধর করছিল। পুলিশ খবর পেয়ে এলাকায় পৌঁছে জখম যুবককে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসছিল। কিন্তু, জনতা নিজের হাতে আইন তুলে নিয়েছিল।’’

ডাকঘরে বিক্ষোভ

পোস্টঅফিসের বিরুদ্ধে কাজে গাফিলতি ও বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় লোকজন। বাঁকুড়ার জুনবেদিয়া শাখা পোস্ট অফিসের ঘটনা। বুধবার সকালে ওই পোস্ট অফিসে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। বিক্ষোভকারীদের মধ্যে জুনবেদিয়ার বাসিন্দা বিশ্বজিৎ লাইয়ের অভিযোগ, “বাড়িতে ঠিক সময়ে চিঠি পাঠানো হচ্ছে না। একটি ব্যাঙ্ক থেকে আমার গুরুত্বপূর্ণ চিঠি এসেছিল। কিন্তু তাও সঠিক সময়ে বাড়িতে পৌঁছয়নি। পোস্ট অফিসের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে।” জুনবেদিয়ার বাসিন্দা গীতা বাগদির অভিযোগ, “পাঁচ বছরের মেয়াদে মাসে ১০০ টাকা করে রেকারিং করেছিলাম পোস্ট অফিসে। মেয়াদ শেষ হয়ে গিয়েছে কয়েক মাস আগে। কিন্তু এখনও টাকা পাইনি।” ওই পোস্ট অফিসের পোস্ট মাস্টার শ্যামল লাইয়ের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তাঁর বাড়িতে গিয়ে কড়া নাড়লেও কেউ বেরিয়ে আসেননি। জেলা পোস্ট অফিসের সিনিয়র সুপারিন্টেডেন্ট অমিত লাহিড়ি বলেন, “ওই পোস্ট অফিসে কোনও বিক্ষোভ হয়েছে বলে আমার কাছে খবর নেই। খোঁজ নিয়ে দেখব।’’

দেহ উদ্ধার

জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল রাজনগর থানার পুলিশ। বুধবার সকালে রাজনগরের খোদাইবাগ লাগোয়া গড়বুনি জঙ্গল থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম হারাধন গড়াই (৩০)। বাড়ি রাজনগরের বাহিলাপাড়ায়। দিন তিনেক বাড়ি থেকে নিখোঁজ ছিলেন হারাধনবাবু। এ দিনই স্থানীয় বাসিন্দাদের একাংশ জঙ্গলে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মঘাতী হয়ে থাকতে পারেন। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বকেয়া মজুরির দাবি

১০০ দিনের কাজের বকেয়া মজুরি দেওয়া-সহ আট দফা দাবিতে দুবরাজপুরের বিডিও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভার স্থানীয় সমিতি। বুধবার দুপুরে ওই স্মারকলিপি দেওয়া হয়। ওই স্মারকলিপিতে সংগঠন প্রশাসনের কাছে অকেজো নলকূপ সারানো, নতুন নলকূপ বসানো, বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা প্রকাশ, রানিগ়়ঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের সংস্কার এবং পঞ্চায়েত সমিতির কাজে ই-টেন্ডার চালুর দাবিও তুলেছেন। একই দিনে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকরা, দলীয় কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি-সহ একাধিক দাবিতে দুবরাজপুর থানার ওসিকে পৃথক একটি স্মারকলিপি দেয় সিপিএমের ওই কৃষক সংগঠন।

puru tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy