Advertisement
E-Paper

টুকরো খবর

জেলার কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন কবে কীভাবে সংগঠিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করলেন জেলা প্রশাসনের কর্তারা। শুক্রবার বিকেলে প্রসাশনিক ভবনের কনফারেন্স হলে জেলার ১৬টি কলেজের অধ্যক্ষদের নিয়ে ঘণ্টা খানেকের ওই বৈঠক হয়।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫৯

দু’দফায় হবে কলেজ ভোট

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

জেলার কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন কবে কীভাবে সংগঠিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করলেন জেলা প্রশাসনের কর্তারা। শুক্রবার বিকেলে প্রসাশনিক ভবনের কনফারেন্স হলে জেলার ১৬টি কলেজের অধ্যক্ষদের নিয়ে ঘণ্টা খানেকের ওই বৈঠক হয়। জেলাশাসকের হয়ে প্রতিনিধিত্ব করলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নিবিল ঈশ্বরারী। প্রশাসন সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দু’দফায় মিটবে কলেজগুলির নির্বাচন পর্ব। বোলপুর মহকুমার ৫টি কলেজ ও সিউড়ি মহকুমার দুবরাজপুরের হেতমপুর, রাজনগর ও খয়রাশোল মিলিয়ে মোট ৮টি কলেজের নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি। এবং রামপুরহাট মহকুমার কলেজগুলি ও সিউড়ি মহকুমার বাকি ৮টি কলেজের নির্বাচন হবে ৮ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলা, জমা দেওয়া, প্রত্যাহার ও নির্বাচনের দিনগুলিতে কলেজে পর্যাপ্ত পুলিশ ও একজন ম্যজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক উপস্থিত থাকার আর্জি প্রশাসনের কাছে জানিয়েছেন অধ্যক্ষরা। জেলাপ্রশাসন তাঁদের অশ্বস্ত করেছেন। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নিবিল ঈশ্বরারী জানিয়েছেন, কলেজগুলিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাইপুরে বিতর্ক সভা

নিজস্ব সংবাদদাতা • রাইপুর

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার বিকেলে বাঁকুড়ার রাইপুরের কমিউনিটি হলে একটি অনুষ্ঠান হয়। রাইপুর থানার পুলিশের উদ্যোগে হওয়া ওই অনুষ্ঠানে মানবাধিকারের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি একটি বিতর্ক সভা ছিল। বিষয়: ‘মানবাধিকার আমাদের দেশে সতর্কতার সঙ্গে সুরক্ষিত’। বিতর্কে যোগ দেন রাইপুর বিএড কলেজের পড়ুয়ারা। হাজির ছিলেন রাইপুরের বিডিও দীপঙ্কর দাস, থানার আইসি দেবাশিস নাথ। ওই দিনই রাইপুরে চালু হল আইনি সহায়তা কেন্দ্র। জেলা আইনি কর্তৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির করা হয়, এলাকার প্রবীণ ও মহিলারা কী ভাবে আইনি সহায়তা পেতে পারেন তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জজ কুন্দন কুমার কুমাই, জেলা আইনি কর্তৃপক্ষের সম্পাদক অরুন্ধতী ভট্টাচার্য।

কলেজ ভোটে পুলিশ দাবি

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

কলেজে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়ায় শুরু থেকেই পুলিশের হস্তক্ষেপ দাবি করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। শুক্রবার এই মর্মে এবিভিপি-র প্রতিনিধি দল পুরুলিয়া জেলা পুলিশ সুপারের অফিসে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের জেলা সংযোজক রবিদাস মাহাতো, রাজ্য কমিটির সদস্য গণেশ মাঝি দাবি করেন, “ছাত্র সংসদ নির্বাচনের প্রাক্কালে ইতিমধ্যেই কয়েকটি কলেজে অশান্তি হয়েছে। আমাদের সংগঠনের ছেলেরা আক্রান্ত হয়েছেন। টিএমসিপির সদস্যরা কলেজগুলিতে ভোটার তালিকা ও ফর্ম তুলতে বাধা দিচ্ছে। তাই পুলিশ দিয়ে পুরো ভোট প্রক্রিয়া শেষ করতে হবে।” তবে পুলিশ সুপারের সঙ্গে তাঁদের দেখা হয়নি।

জওয়ানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

প্রতি দিনের মতো সকালে দৌড়তে গিয়ে কাউন্টার ইন্সারজেন্সি ফোর্সের (সিআইএফ) এক জওয়ানের মৃত্যু হল শুক্রবার সকালে। ঘটনাটি ঘটে দুর্গাপুরের বিধাননগরের সিআইএফ ব্যারাকে। পুলিশ জানায়, মৃত জওয়ান সিদ্ধার্থ হালদারের (২৫) বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। এ দিন অন্য জওয়ানদের সঙ্গে স্টিল পার্ক থেকে আড়া যাওয়ার রাস্তায় দৌড়তে যান সিদ্ধার্থ। দৌড়নোর সময় তিনি হঠাত্‌ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‌সকেরা মৃত বলে জানান। চিকিত্‌সকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই জওয়ানের। দেহ মহকুমা হাসপাতালে ময়না-তদন্তে পাঠানো হয়। বছর চারের আগে সিআইএফে জওয়ান হিসাবে যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ।

গ্রেফতার চার

নিজস্ব সংবাদদাতা • পাড়ুই

যাদবপুর গ্রামে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে ভাঙচুর, লুটপাট ও তাঁদেরকে মারধরের অভিযোগে ওই অঞ্চলের তৃণমূলের গ্রাম কমিটি সভাপতি তোয়েব আলি-সহ তাঁর সহযোগী নিয়ে চার জনকে শুক্রবার গ্রেফতার করেছে পাড়ুই পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ুই থানার সাত্তোর অঞ্চলের প্রধান মহসিন মোল্লা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তোয়েব আলি। গত ১৭ নভেম্বর যাদবপুরে হামলার অভিযোগ উঠেছিল।

দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রামপুরহাট-দুমকা সড়কে। পুলিশ জানায় মৃতের নাম, ছট্টু কর্মকার (৩৫)। বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার সারাসডাঙায়। এ দিন ওই যুবক হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন। ওই সময় রামপুরহাটমুখী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মেলা নিয়ে বৈঠক

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

মানভূম মেলা ও বইমেলা নিয়ে সম্প্রতি বৈঠক হয়ে গেল। মেলা কমিটির অন্যতম কর্তা মনোজ মুখোপাধ্যায় জানিয়েছেন, এ বার ১২তম মানভূম মেলা শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পুরুলিয়া তথা সাবেক মানভূম জেলার সংস্কৃতির প্রসার ও প্রচারের উদ্দেশ্যেই এই মেলার আয়োজন।

যুবকের ঝুলন্ত দেহ

বাড়ির মধ্যে থেকে এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ধনজুড়া কৈবর্ত্য (৩৪)। তাঁর বাড়ি আদ্রার বেকো গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়ির লোকেরা ঘরের মধ্যে লুঙ্গির ফাঁস গলায় দেওয়া ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরা পুলিশে খবর দেন। এটি আত্মহত্যার ঘটনা, না অন্য কিছু, তা তদন্ত করে দেখছে পুলিশ।

বক্রেশ্বরে চন্দ্রভাগা নদীর নমুনা সংগ্রহ

চন্দ্রভাগা নদী থেকে ছাই তোলার কাজ কীভাবে এগোচ্ছে তা খতিয়ে দেখতে শুক্রবার বক্রেশ্বর ঘুরে গেলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুই সদস্যের প্রতিনিধি দল। নদীর জলের নমুনাও সংগ্রহ করেন তাঁরা। প্রসঙ্গত, বক্রেশ্বর তাপবিদ্যুত্‌ কেন্দ্র থেকে ছাই ছাইদূষণ বন্ধ করতে বিশেষ করে তাপবিদ্যুত্‌ কেন্দ্রের ছাইপুকুর থেকে চন্দ্রভাগা নদী ও পার্শ্ববর্তী এলাকায় ছাই ছড়িয়ে পড়া বন্ধ না করলে বিদ্যুত্‌ কেন্দ্রের ইউনিট বন্ধ করে দেওয়া হবে। ২ নভেম্বর এমনই নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় শাখা। পাশাপাশি চন্দ্রভাগা নদী থেকে ছাই তুলে ফেলার নির্দেশও দেয় আদালত। আদালতের নির্দেশের পরেও আশানুরূপ কাজ না হওয়া ফের ২৬ নভেম্বর তাপবিদ্যুত্‌ কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ফের চন্দ্রভাগা নদী ও পাড় থেকে ছাই তোলার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। সেই নির্দেশ অনুযায়ী, ভরে যাওয়া ছাই-পুকুর থেকে ছাই মিশ্রিত জল নদীতে যাতে না মেশে সেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যন্ত্র দিয়ে নদী থেকে ছাই পরিষ্কারের কাজ করছে তাপবিদ্যুত্‌ কর্তৃপক্ষ। সেই কাজই খতিয়ে দেখেতে এ দিন এসেছিলেন দূষণ নিয়ন্ত্রণের সদস্যরা। তাঁদের সঙ্গে অবশ্য কথা বলা সম্ভব হয়নি। তবে তাপবিদ্যুত্‌ কেন্দ্রের জেনারেল ম্যানেজার মহীতোষ মাজি বলেন, “নদী থেকে ছাই সরানোর কাজ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে কাজ আরও ত্বরান্বিত করা এবং কালো বড় পাথর লাগিয়ে নদী পাড়ের কিছু অংশ বাঁধানোর পরামর্শ দিয়েছেন ওই সদস্যরা। আমরা সাধ্যমতো আদালতের নির্দেশ মানার চেষ্টা করছি।”

পঞ্চায়েত ভবনে চুরি

একই চত্বরে থাকা পঞ্চায়েত অফিস, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আরআই অফিস এবং স্কুল পরিদর্শকের অফিসে চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে নলহাটি থানার কলিঠা পঞ্চায়েত ভবনে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুষ্কতীকারীরা পঞ্চায়েত ভবনের তালা ভেঙে প্রথমে উঠে নলকূপ সারানোর কিছু যন্ত্রাংশ চুরি করে। পঞ্চায়েতের কিছু কাগজপত্রও তারা ওলোটপালট করে। পরে পঞ্চায়েত ভবনে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তালা ভেঙে ঢুকে কম্পিউটার চুরি করে। ভল্ট ভাঙার চেষ্টা করলেও তাতে তারা সফল হয়নি। এর পরে দুষ্কৃতীরা এসআই অফিসের কম্পিউটার চুরি করে। লাগোয়া আরআই অফিসে ঢুকেও চুরির চেষ্টা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নলহাটি ১ বিডিও তাপস বিশ্বাস বলেন, “পঞ্চায়েতের প্রধান আমাকে বিষয়টি জানিয়েছেন। পুলিশকে ঘটনার তদন্ত করে দোষীদের ধরার কথা বলেছি।” এসডিপিও (রামপুরহাট) কোটেশ্বর রাও বলেন, “তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীরা দ্রুত ধরা পড়বে।”

মোমবাতি মিছিল

বিশ্বভারতীর পড়ুয়াদের অভ্যন্তরীণ সংরক্ষণ বহাল রাখা এবং কর্তৃপক্ষের অনড় অবস্থানের প্রতিবাদে এ বার মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হলেন বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, আধিকারিক এবং অভিভাবকেরা। শুক্রবার রাতে তাঁরা শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে সমবেত হয়ে মোমবাতি জ্বালিয়ে মৌনি মিছিল করেন। ওই মিছিল উপাসনা মন্দির থেকে বেরিয়ে ডাকঘর মোড় হয়ে বিশ্বভারতীর আনন্দপাঠশালা দিয়ে আশ্রমে ঢোকেন। শতাধিক কর্মী, অধ্যাপক, আধিকারিক এবং অভিভাবকেরা ওই মিছিলে পা মেলান। মোমবাতি মিছিল আশ্রম চত্বরে ঢুকে ছাতিমতলায় যায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy