Advertisement
১৮ মে ২০২৪

চৌপাহাড়িতে চালু বাস পরিষেবা

ইলামবাজার থানা ও পঞ্চায়েতের, চৌপাহাড়ি জঙ্গলমহল এলাকায় আনুষ্ঠানিক ভাবে শুরু হল বাস পরিষেবা। এলাকার বিধায়ক তথা মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বুধবার ইলামবাজারের বনভিলাতে জঙ্গলমহলের আদিবাসী মহল্লায় এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন।

শুরু হল বাসযাত্রা। নিজস্ব চিত্র।

শুরু হল বাসযাত্রা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইলামবাজার শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০২:১৮
Share: Save:

ইলামবাজার থানা ও পঞ্চায়েতের, চৌপাহাড়ি জঙ্গলমহল এলাকায় আনুষ্ঠানিক ভাবে শুরু হল বাস পরিষেবা। এলাকার বিধায়ক তথা মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বুধবার ইলামবাজারের বনভিলাতে জঙ্গলমহলের আদিবাসী মহল্লায় এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। দীর্ঘ দিনের দাবি মেটায় স্বাভাবিক ভাবেই খুশি আদিবাসী বাসিন্দা এবং স্থানীয়রা।

প্রসঙ্গত উল্লেখ্য, ইলামবাজার ব্লকের নয়টি পঞ্চায়েতের মধ্যে ইলামবাজার পঞ্চায়েতের আওতায় রয়েছে জঙ্গলমহল। ওই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন হাজারের কিছু বেশি ভোটারের বাস এই জঙ্গলমহলে। ওই পঞ্চায়েতের আমখই, জামবুনি, খয়েরডাঙ্গা, মুর্গাবনি, নিমবুনি, ধল্লা, ফুলবাগান-সহ চৌপাহাড়ি জঙ্গলের একাধিক মহল্লায় আদিবাসীদের বাস। জঙ্গলমহলের বাসিন্দা মেনকা বাস্কি, ময়না মাড্ডি, ফুলমনি টুড়ু থেকে শুরু করে ওই এলাকার নির্বাচিত জন প্রতিনিধি স্থানীয় মুর্গাবনির বাসিন্দা মনসা মাড্ডি পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি তুলেছিলেন। পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন চন্দ্রনাথ। এ দিন থেকে বোলপুর, ইলামবাজার, নাহিনা ভায়া বনভিলা, শ্রীচন্দ্রপুর, উষারডিহি, কানুপাড়া হয়ে দুটি ছোট বাস আপাতত চলবে বলে জানিয়েছেন ইলামবাজার পঞ্চায়েতের প্রধান কৃষ্ণকান্ত হাজরা। প্রাথমিক ভাবে দিনে তিন বার করে চলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

চন্দ্রনাথবাবু এ দিন জানান, ইতিমধ্যেই বনেরপুকুর থেকে সাহেবডাঙা এবং বনভিলা তথা দ্বারোন্দা থেকে শ্রীচন্দ্রপুর পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা আরও উন্নত করতে দু’দুটি রাস্তা তৈরি হয়েছে। বনশুলি থেকে নতুন ঢালাই রাস্তার কাজ শেষ হয়েছে। সাহেবডাঙার কাছে একটি কাঁদরের ওপর সেতু তৈরির কাজ হয়েছে। বাস পরিষেবা চালু করার জন্য কথা দিয়েছিলাম। এ দিন আনুষ্ঠানিক ভাবে চালু হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus service Chupahari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE