নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক। খুনের হুমকি দেওয়ার অভিযোগ। আঙুল শাসকদলের বিরুদ্ধে। সোমবার বিকেলে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতর বাঁকুড়ার সোনামুখীর মহেশপুরে। চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন বিজেপি কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সোমবার বিকালে সোনামুখীর মহেশপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, মহেশপুরে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় একদল মানুষ। বিধায়ককে ঘিরে হঠাৎ ‘গো ব্যাক’ স্লোগান শুরু হয়। শুধু তা-ই নয়, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। বিধায়কের নিজের দাবি, তৃণমূলই এই হামলা চালিয়েছে। অন্য দিকে, বিধায়কের উপর হামলার খবর ছড়াতেই প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন বিজেপি কর্মীরা। তৃণমূল অবশ্য হামলায় তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে। শাসকদলের দাবি, এ আসলে জনগণের প্রতিরোধ।
বিজেপি সূত্রে খবর, বিধায়ক দিবাকর খবর পেয়েছিলেন, তাঁর বিধানসভার মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। সোমবার একটি হুইল চেয়ার এবং চিকিৎসায় সাহায্যের জন্য কিছু নগদ টাকা নিয়ে বৃদ্ধের বাড়ি গিয়েছিলেন দিবাকর। সেখান থেকে ফেরার পথে বিক্ষোভ এবং হামলার মুখে পড়েন তিনি। কয়েক জন তাঁকে খুনের হুমকি দিতে থাকেন বলেও অভিযোগ। দিবাকর বলেন, ‘‘সোনামুখীতে এই রাজনৈতিক সংস্কৃতি কোনও দিন ছিল না। বাংলাদেশ কিংবা এ রাজ্যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে আজ সোনামুখীতে তার পুনরাবৃত্তি হল। আমি গ্রাম থেকে বেরোনোর আগে তৃণমূলের এক যুবনেতা আমার গাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে আমাকে নেমে আসতে বলেন। আমি নেমে কথা বলতে গেলে লোকজন ডেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলেন। আমাকে প্রাণে মারার হুমকি দেন এবং আমার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। তৃণমূলের নেতৃত্বে এই হামলা হয়েছে। যত ক্ষণ এই হামলাকারীদের গ্রেফতার করা না হচ্ছে, ততক্ষণ আমাদের অবরোধ চলবে।’’
আরও পড়ুন:
অন্য দিকে, তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, ‘‘ওখানকার ভিডিয়ো দেখলেই স্পষ্ট হবে যে মানুষ বিধায়ককে জিজ্ঞাসা করছেন, গত সাড়ে চার বছরে বিধায়ক হয়ে নিজের গ্রাম পঞ্চায়েত রাধামোহনপুর এলাকা এবং মহেশপুর গ্রামের উন্নয়নের জন্য তিনি কী কাজ করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন উনি। জনগণের অধিকার আছে বিধায়কের কাছে উন্নয়নের খতিয়ান জানতে চাওয়ার। বিধায়ক সেই ঘটনাকেই ‘হামলা’ বলে বাজার গরম করার চেষ্টা করছেন।’’