Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ক্যামেরা কি ঠিক, ধন্দ মেডিক্যালে

কেউ বলছেন খোওয়া গিয়েছে, কেউ বলছেন সারতে দেওয়া হয়েছে। বাঁকুড়া মেডিক্যালের সার্জারি বিভাগের ল্যাপারস্কপি মেশিনের একটি ক্যামেরাকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। এ দিকে এই ঘটনার জেরে প্রায় তিন মাস ধরে পেটের মাইক্রোসার্জারি অস্ত্রপোচার ব্যাহত হচ্ছে বাঁকুড়া মেডিক্যালে।

মেঘেঢাকা: কে বলবে তখন বেলা ১২টা। বুধবার বাঁকুড়ার নিজস্ব চিত্র।

মেঘেঢাকা: কে বলবে তখন বেলা ১২টা। বুধবার বাঁকুড়ার নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০১:১৮
Share: Save:

কেউ বলছেন খোওয়া গিয়েছে, কেউ বলছেন সারতে দেওয়া হয়েছে। বাঁকুড়া মেডিক্যালের সার্জারি বিভাগের ল্যাপারস্কপি মেশিনের একটি ক্যামেরাকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। এ দিকে এই ঘটনার জেরে প্রায় তিন মাস ধরে পেটের মাইক্রোসার্জারি অস্ত্রপোচার ব্যাহত হচ্ছে বাঁকুড়া মেডিক্যালে।

হাসপাতালের কর্তাদের একাংশের দাবি, গত ডিসেম্বর মাসে শল্য চিকিৎসকেরা মাইক্রোসার্জারি অপারেশন করতে গিয়ে দেখেন, মেশিনের ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে গিয়েছে। ক্যামেরাটি দেখে তাঁদের ধারণা হয়, সেটি ওই মেশিনের আসল ক্যামেরা নয়। কোনও ভাবে বদলে দেওয়া হয়েছে।

যদিও বাঁকুড়া মেডিক্যালের বর্তমান সুপার শুভেন্দুবিকাশ সরকার মঙ্গলবার দাবি করেছেন, “ওই মেশিনের ক্যামেরা চুরি হয়ে গিয়েছে বলে কোনও খবর শুনিনি। তবে মেশিনের কিছু যন্ত্রাংশ খারাপ হয়ে রয়েছে। সেগুলি সারতে দেওয়া হয়েছে। ঝুঁকি এড়াতে আপাতত মাইক্রোসার্জারি বন্ধ রয়েছে হাসপাতালে।”

যদিও বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, “ল্যাপারস্কপি মেশিনের ক্যামেরা চুরি হয়ে গিয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে আমার বিশেষ কিছু জানা নেই। যন্ত্রাংশ চুরি গেলে থানায় অভিযোগও তো জানানোর দরকার। এ নিয়ে কোনও অভিযোগও জানানো হয়েছে কি না আমার জানা নেই।” তিনি প্রকৃত ঘটনাটি কী, তা সুপারের কাছে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দৈনিক গড়ে অন্তত তিন জন রোগীর পেটে মাইক্রোসার্জারি অপারেশন হয় বাঁকুড়া মেডিক্যালে। এই ঘটনার জেরে ডিসেম্বর মাস থেকে ওই অস্ত্রোপচার সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে পেট কেটে ওপেন সার্জারি করছেন ডাক্তারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cloudy Camera
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE