Advertisement
০৫ মে ২০২৪

নো-এন্ট্রি ভাঙায় বাধা, আক্রান্ত সিভিক-কর্মী

এর আগে সিউড়িতে এক মোটরবাইকচালকের হাতে মার খেয়েছিলেন সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রের খবর, দিনের ব্যস্ত সময়ে অফিসযাত্রী এবং ছাত্রছাত্রীদের জন্য রামপুরহাটের ওই রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

বেপরোয়া: নিয়ম ভেঙেই সফর। বৃহস্পতিবার রামপুরহাটে। নিজস্ব চিত্র

বেপরোয়া: নিয়ম ভেঙেই সফর। বৃহস্পতিবার রামপুরহাটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ০৮:৪০
Share: Save:

ট্র্যাফিক সামলানোর কাজ করার সময় বীরভূমে আবার আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। এ বার রামপুরহাট শহরে। অভিযোগ, রাস্তায় নো-এন্ট্রি বোর্ড উপেক্ষা করে পাথর বোঝাই একটি ট্রাক্টর ঢুকতে বাধা দেওয়ায় সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন ওই ট্রাক্টরের মালিক। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে রামপুরহাট-দুমকা রোডের শ্রীফলা মোড়ে। পুলিশ পরে ট্রাক্টর মালিককে গ্রেফতার করে। আহত সিভিক ভলান্টিয়ার রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে সিউড়িতে এক মোটরবাইকচালকের হাতে মার খেয়েছিলেন সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রের খবর, দিনের ব্যস্ত সময়ে অফিসযাত্রী এবং ছাত্রছাত্রীদের জন্য রামপুরহাটের ওই রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। শ্রীফলা মোড় থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত পাথর-বালি বোঝাই গাড়ি প্রবেশের উপর মানা আছে। এ ছাড়াও যানজট নিয়ন্ত্রণের জন্য শহরের ভিতরে সানঘাটা পাড়া থেকে কামারপট্টি মোড়, ভাঁড়শালা পাড়া মোড় থেকে কামারপট্টি মোড়, দেশবন্ধু রোড-সহ শহরের মূল রাস্তাতেও পণ্য বোঝাই (অত্যাবশকীয় পণ্য ছাড়া) গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না। রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় জানান, এ দিন বেলা ১১টা নাগাদ পাথর বোঝাই ট্রাক্টরটি শ্রীফলা মোড় হয়ে ডাকবাংলা পাড়া দিয়ে শহরে ঢুকতে চেয়েছিল। শ্রীফলা মোড়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার আকবর খান ট্রাক্টর চালককে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। আকবরের বাধায় তখন ট্রাক্টর চালক গাড়ি ঘুরিয়ে নেন। অভিযোগ, কিছুক্ষণ পরে ট্রাক্টরটির মালিক একটি লোহার পাইপ নিয়ে এসে ওই সিভিক ভলান্টিয়ারের উপরে চড়াও হয়ে তাঁকে মারধর করতে থাকেন।

পুলিশের দাবি, মার খেয়েও আকবর ট্রাক্টর মালিক দিলবর হোসেনকে ধরে ফেলেন। ট্রাক্টর মালিককে ধরে একটি টোটোয় করে থানায় নিয়ে আসার চেষ্টা করেন আকবর। পথে পাঁচ মাথা মোড়ে দিলবর টোটো থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আহত আকবরের হাত ছাড়িয়ে পালাতে ব্যর্থ হন দিলবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে ট্রাক্টর মালিককে রামপুরহাট থানায় নিয়ে যায়। আকবরকে হাসপাতালে ভর্তি করানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Violence Civic Volunteer Tractor Owner No Entry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE