Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রতিযোগিতা

এক দিনের আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা হয়ে গেল বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের উপর ধবনী গ্রামে। আয়োজনকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে আসা ১২টি দল যোগ দিয়েছিল। তাদের মধ্যে থেকে সেরা তিনটি দলকে পুরস্কারের জন্য বাছা হয়।

বিষ্ণুপুরের বাঁকাদহে হয়ে গেল আদিবাসী নাচের প্রতিযোগিতা। ছবি তুলেছেন শুভ্র মিত্র।

বিষ্ণুপুরের বাঁকাদহে হয়ে গেল আদিবাসী নাচের প্রতিযোগিতা। ছবি তুলেছেন শুভ্র মিত্র।

বিষ্ণুপুর শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৫
Share: Save:

এক দিনের আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা হয়ে গেল বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের উপর ধবনী গ্রামে। আয়োজনকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে আসা ১২টি দল যোগ দিয়েছিল। তাদের মধ্যে থেকে সেরা তিনটি দলকে পুরস্কারের জন্য বাছা হয়। সারাদিন ধরে চলে নাচের এই প্রতিযোগিতা। এই আদিবাসী নাচের উদ্যোক্তা ‘উপর ধবনী আদিবাসী বীর বিরসৌ গাঁওতা’। সংগঠনের সম্পাদক অর্জুন টুডু জানান, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির প্রসার যেমন হয়, তেমনই নতুন প্রতিভাও উঠে আসে। প্রতিযোগীরাও জানিয়েছেন, এই প্রতিযোগিতায় এসে তাঁরা খুশি হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tribal dance Competition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE