Advertisement
০৪ অক্টোবর ২০২৩

প্রতিবাদী বধূকে মারধরের নালিশ

বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক মদ্যপ যুবক গালিগালাজ করে বলে অভিযোগ। তার প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। অভিযোগ, তার জেরেই পরে লোকজন জুটিয়ে ওই যুবক প্রতিবাদী বধূ, তাঁর স্বামী ও ছেলেকে মারধর করেছে। আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রহৃত গৃহবধূ।— নিজস্ব চিত্র

প্রহৃত গৃহবধূ।— নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০০:২৬
Share: Save:

বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক মদ্যপ যুবক গালিগালাজ করে বলে অভিযোগ। তার প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। অভিযোগ, তার জেরেই পরে লোকজন জুটিয়ে ওই যুবক প্রতিবাদী বধূ, তাঁর স্বামী ও ছেলেকে মারধর করেছে। আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার কাঁখুরিয়া গ্রামে। নিগৃহীত পরিবারের তরফে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, শেখ সাহেব নামে অভিযুক্ত ওই যুবক ও তার সঙ্গীদের খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ওই গ্রামে বাস করেন হেনা বিবি ও তাঁর পরিবার। সন্ধ্যায় হেনা বিবির বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গ্রামেরই শেখ সাহেব গালিগালাজ করছিল। তার প্রতিবাদ করলে হেনাদেবীর সঙ্গে বাদানুবাদ হয় সাহেবের। গ্রামের লোকজনকে সে কথা খুলে বলেন হেনাদেবী।

যখন দু’পক্ষকে বসিয়ে সমাধান খোঁজার চেষ্টা করছেন গ্রামবাসী, অভিযোগ তখনই ফের বেশ কয়েক জনকে সঙ্গে নিয়ে হেনাদেবীর পরিবারে চড়াও হয় সাহেব। আহত হন হেনাদেবী। স্বামী সফিউদ্দিন, ছেলে মোবিনের শরীরেও আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হেনাদেবীর ভাসুর শেখ সানাউল্লাহ শেখ সাহেব ও তার সঙ্গীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে চেষ্টা করেও অভিযুক্তের সঙ্গে কথা বলা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE