প্রাথমিক স্কুলের সময়সূচি বদল ঘিরে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের টানাপড়েনে বিভ্রান্তি ছড়াল বাঁকুড়ায়। এতে শুধু শিক্ষক-শিক্ষিকারাই নন, বিভ্রান্ত প্রাথমিকের পড়ুয়া এবং অভিভাবকেরাও। স্কুল কখন? সকালে না দুপুরে? এখনও জানেন না তাঁদের অনেকেই।
গরমের ছুটির পর ২ জুন প্রাথমিক স্কুলগুলিতে পঠনপাঠন চালু হয়। ওই দিনই জেলা প্রাথমিক শিক্ষা সংসদ একটি নোটিস জারি করে জানায়, ৪ তারিখ অর্থাৎ বুধবার থেকে স্বাভাবিক সময় অর্থাৎ দুপুরের পরিবর্তে সকালে ক্লাস হবে। এর পরেই মঙ্গলবার পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগাম অনুমতি না নিয়ে স্কুলের সময়সূচি বদল করা হয়েছে। এ ভাবে সময়সূচি বদল না করার অনুরোধও করা হয়।
সরকারি সূত্রে খবর, পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই তড়িঘড়ি সংসদও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা জানায়, দুপুরে নয়, ক্লাস হবে সকালেই। কিন্তু সংসদের ওই বিজ্ঞপ্তির পর বুধবারও সকালেই ক্লাস হয়েছে।
প্রাথমিক শিক্ষক সংগঠন ‘ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর রাজ্য গভর্নিং বডির সদস্যা সবিতা কুন্ডু বলেন, ‘‘গরমের ছুটির আগে এ ভাবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ নোটিস দিয়ে সকালে স্কুল করার নির্দেশ দিয়েছিল। দু’দিন যেতে না যেতেই ফের দুপুরে স্কুল করার নির্দেশ দেওয়া হল। এই ঘটনায় শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক সকলেই বিভ্রান্ত। ব্যাহত হচ্ছে স্কুলের পঠনপাঠনও।’’
বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র বাঁকুড়া জেলা সম্পাদক বিমান পাত্র বলেন, ‘‘জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে অধিকাংশ নিম্নবিত্ত পরিবারের পড়ুয়ারা লেখাপড়া করে। ঘনঘন স্কুলের সময়সূচি বদল হলেও তা দ্রুত পড়ুয়া ও অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার কোনও উপায় নেই। সে ক্ষেত্রে পর্ষদ ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই টানাপড়েনে মার খাচ্ছে শিশুদের লেখাপড়া।’’
তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের বাঁকুড়া জেলা সভানেত্রী স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রচণ্ড গরমের কথা ভেবে আমরা পর্ষদ ও বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে সকালে স্কুল করার অনুরোধ জানিয়েছিলাম। সেই অনুযায়ী সকালে স্কুল করার নির্দেশিকা দেয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। কিন্তু কোনও কারণে পর্ষদ ফের দুপুরে স্কুল করার কথা জানিয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার তারতম্যের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সকালে স্কুল করার জন্য পর্ষদকে ফের অনুরোধ জানাব।’’