Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Congress

লোকাল ট্রেনের দাবিতে বীরভূমের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ কংগ্রেসের

বীরভূম জেলায় লোকাল ট্রেন চালানোর দাবি তুলল কংগ্রস।

কংগ্রেসের ডেপুটেশন। নিজস্ব চিত্র।

কংগ্রেসের ডেপুটেশন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৬:৫৩
Share: Save:

বীরভূম জেলায় লোকাল ট্রেন চালানোর দাবি তুলল কংগ্রস। শনিবার জেলার ৯টি স্টেশনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিয়েছে জেলা কংগ্রেস।

প্রসঙ্গত, লোকাল ট্রেন শুরু হলেও এখনও ব্রাত্য বীরভূম জেলা। যার জেরে সমস্যায় সাধারণ মানুষ। প্রত্যেক দিনই কোনও না কোনও স্টেশনে ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ চলছে। সাধারণ যাত্রীরা তো বটেই আন্দোলনে রাজনৈতিক দলগুলিও৷

এ ব্যাপারে কংগ্রেসের জেলা সভাপতি এবং বিধায়ক মিল্টন রসিদ বলেন, ‘‘আমরা আজ জেলার ৯টি স্টেশনে স্মারকলিপি দিয়েছি। ট্রেন চালু হলেই হকার থেকে শুরু করে স্থানীয় ব্যবসাদার সকলেরই সুবিধা হবে৷ সেই কারণেই আমি নিজেও বিধায়ক হিসাবে ট্রেন চালানোর জন্য চিঠি দিয়েছি। আজ ফের স্মারকলিপি দেওয়া হল৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Railway Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE