Advertisement
০৫ মে ২০২৪
Mamata Banerjee Meeting

মুখ্যমন্ত্রীর মঞ্চে পুরপ্রধানদের ডাক নেই, বিতর্ক

বাঁকুড়ার তিন পুরসভা বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী— তিন পুরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল। পুরুলিয়া, রঘুনাথপুরেও ক্ষমতায় তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ০৮:১০
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিমুলিয়া ময়দানে মঙ্গলবার প্রশাসনিক সভায় জেলার তিন তৃণমূল বিধায়ক মঞ্চে থাকলেও তিন পুরপ্রধানকে কেন ডাকা হয়নি, তা নিয়ে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে। বুধবার বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক সভায় ওই জেলার তিন পুরপ্রধানকে মঞ্চে দেখার পরে পুরুলিয়ার ক্ষেত্রে কেন ব্যতিক্রম হল, সে প্রশ্ন জোরাল হয়ে উঠেছে।

বাঁকুড়ার তিন পুরসভা বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী— তিন পুরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল। পুরুলিয়া, রঘুনাথপুরেও ক্ষমতায় তৃণমূল। তবে ঝালদা পুরসভা সম্প্রতি দখল করে বিক্ষুব্ধ তৃণমূল-কংগ্রেস জোট। প্রশ্ন উঠেছে, ঝালদা-কাঁটার জন্যই কি বিতর্ক এড়াতে পুরুলিয়ার কোনও পুরপ্রধানকে মুখ্যমন্ত্রীর মঞ্চে ডাকা হল না? বৃহস্পতিবার বিভিন্ন মহলে এ নিয়ে চর্চা চলেছে।

পুরুলিয়ার তৃণমূলের পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা শহর লাগোয়া মাঠে হয়েছে। পুরসভা সেখানে কাজও করেছে।
বাঁকুড়ার সভায় ওই জেলার পুরপ্রধানেরা মুখ্যমন্ত্রীর সভার মঞ্চে হাজির ছিলেন। তা দেখে এ দিন অনেকেই আমার কাছে পুরুলিয়ার সভায় পুরপ্রধানদের
গরহাজিরার কারণ জানতে চাইছেন। বিষয়টি সত্যিই আমাদের কাছে অস্বস্তির।’’

তাঁর দাবি, অতীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় পুরপ্রধানেরা থাকেন। কিন্তু এবার জেলা প্রশাসনের তরফে সভায় হাজির থাকার বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। নবেন্দুর দাবি, ‘‘আমি এ নিয়ে প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম। তখন জানানো হয়, মঞ্চে পুরপ্রধানেরা থাকবেন না।’’ রঘুনাথপুরের পুরপ্রধান তৃণমূলের তরণী বাউরিও জানান, সভায় হাজির থাকার ব্যাপারে প্রশাসন তাঁকে কিছু জানায়নি।

কংগ্রেসের সঙ্গে ঝালদা পুরসভা দখল করলেও পুরপ্রধান সুরেশ আগরওয়াল নিজেকে এখনও ‘তৃণমূলের কর্মী’, ‘দলনেত্রীর সৈনিক’ বলে দাবি করেন।

তিনিও বলেন, ‘‘ওই সভায় থাকার জন্য প্রশাসন কিছু জানায়নি ঠিকই। তবে সভায় গিয়েছিলাম। দিদি বরাবর মানুষকে নিয়ে আমাদের চলার নির্দেশ দেন। সে দিন মানুষজনের সঙ্গে বসেই দিদির বক্তব্য শুনেছি।’’

অন্য দিকে, খাতড়ার প্রশাসনিক সভায় হাজির থাকা বাঁকুড়ার তৃণমূল পুরপ্রধান অলকা সেন মজুমদার বলেন, ‘‘প্রশাসন ও পুরসভা যৌথ ভাবে কাজ করে। তাই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পুরপ্রধানেরা থাকবেন, সেটাই তো দস্তুর।’’

পুরুলিয়া জেলা প্রশাসনের এক শীর্ষকর্তা বলেন, ‘‘মঞ্চে কারা থাকবেন, সে তালিকা মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়। সেটাই মানা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE