Advertisement
E-Paper

গড়া হচ্ছে কোভিড হাসপাতাল   

আপাতত ২৫টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১০ এপ্রিল ওই নার্সিংহোম স্বাস্থ্য দফতর গ্রহণ করবে। স্বপনকুমার ওঝাপ্রশাসন সূত্রে জানা গিয়েছে রামপুরহাট মহকুমায় সোমবার বিকেল পর্যন্ত সরকারী নন হোম কোয়রান্টিমে ২৭০ জন কে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০৪:২৪
আইসোলেশন ওয়ার্ডের পরিকাঠামো তৈরি হচ্ছে তারাপীঠের একটি হোটেলে। ছবি: সব্যসাচী ইসলাম

আইসোলেশন ওয়ার্ডের পরিকাঠামো তৈরি হচ্ছে তারাপীঠের একটি হোটেলে। ছবি: সব্যসাচী ইসলাম

রামপুরহাট স্বাস্থ্য জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নতুন একটি জায়গা পরিদর্শন করল স্বাস্থ্য দফতর। সোমবার দুপুরে জেলার স্বাস্থ্য জেলার আধিকারিকরা ঐ জায়গা পরিদর্শন করেন। স্বাস্থ্য জেলার ডেপুটি সি এম ও এইচ স্বপনকুমার ওঝা জানান, নলহাটি থেকে রামপুরহাট শহর ঢোকার আগে জাতীয় সড়কের ধারে একটি নার্সিংহোম দেখা হয়েছে। নার্সিংহোমের দোতলা এবং তিনতলা করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কোভিড হাসপাতাল করা হচ্ছে। জন্য রাখা হবে। আপাতত ঐ নার্সিং হোমে ২৫ টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১০ এপ্রিল ঐ নার্সিং হোম স্বাস্থ্য দফতর গ্রহণ করবে স্বপন ওঝা জানান।

সোমবার সকালে করোনাভাইরাস মোকাবিলায় রামপুরহাট স্বাস্থ্য জেলার আধিকারিকরা সহ রামপুরহাট মহকুমা এলাকার বি এম ও এইচদের নিয়ে মহকুমা প্রশাসনিক ভবনে বৈঠক করেন রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে রামপুরহাট মহকুমায় সোমবার বিকেল পর্যন্ত সরকারী নন হোম কোয়রান্টিমে ২৭০ জন কে পর্যবেক্ষনে রাখা হয়েছে। হোম কোয়রান্টিমে ৫ হাজারের বেশি জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

এদিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ সন্ধেহে করোনাভাইরাস আইসোলেশনে চিকিৎসাধীন পাঞ্জাব থেকে আসা যুবকের দুধরণের লালারসের রিপোর্ট নাইসেড থেকে পরীক্ষা করে নেগেটিভ পাওয়া গিয়েছে বলে ডেপুটি সি এম ও এইচ স্বপন কুমার ওঝা জানান। তবে ঐ যুবকের অন্য রোগের চিকিৎসার জন্য হাসপাতালের অন্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। যুবকটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।

অন্যদিকে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্যান্য রোগীদের চাপ থাকার জন্য করোনাভাইরাস সংক্রান্ত সন্ধেহজনক রোগীদের আইসোলেশনে রাখার জন্য তারাপীঠ ঢোকার আগে একটি লজে ৪৮ শয্যার পরিকাঠামো স্বাস্থ্য দফতর ইতিমধ্যে তৈরী করে ফেলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে করোনাভাইরাস সন্দেহ জনক রোগীদের চিকিৎসা এবং দু ধরণের লালারস কলকাতার নাইসেডে পাঠানোর জন্য তারাপীঠের লজটিতে ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভর্তি থাকা রোগীদের করোনাভাইরাস সংক্রান্ত রিপোর্টে পজিটিভ পাওয়া গেলে রামপুরহাটে জাতীয় সড়কের ধারে নার্সিং হোমের কোভিড হাসপাতালে পাঠানো হবে।

দফতর সূত্রে জানা গিয়েছে তারাপীঠ ঢোকার আগে করোনা আইসোলেশন কেন্দ্রে রামপুরহাট স্বাস্থ্য জেলার অধীন বিভিন্ন ব্লক হাসপাতালের চিকিৎসকরা থাকবেন। সেইমতো চিকিৎসদের ডিউটি তালিকা তৈরি করাও হয়েছে। অন্যদিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কোভিড হাসপাতাল দেখভাল করবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

Coronavirus Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy