সিপিএম নেতার বাড়িতে ঢুকে মোটরবাইক ও সাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার গভীর রাতে মহম্মদবাজারের সেকেড্ডা গ্রামের ঘটনা। কাজী আইনুল হুদা নামে ওই নেতার মহম্মদবাজার থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত্র
শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সিপিএমের মহম্মদবাজার জোনাল কমিটির সদস্য আইনুল পেশায় পাথর ব্যবসায়ী। তাঁর বাড়ির বাড়ির বাইরে প্রায় আট ফুট উচ্চতার পাকা পাঁচিল রয়েছে।
পরিবারের দাবি, বাড়ির উঠোনে একটি টিনের চালায় দু’টি মোটরবাইক এবং একটি সাইকেল রাখা থাকত। রবিবার সবাই রাত ১১টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১টা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে আইনুলের স্ত্রী তাসকিনা বানু দেখতে পান ঠিনের চালাটি দাউদাউ করে জ্বলছে।
তাসকিনা বলেন, ‘‘আগুন দেখে ঘাবড়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে তুলি।’’ আইনুল বলেন, ‘‘স্ত্রী চিৎকারে উঠে দেখি, মোটরবাইক এবং সাইকেল জ্বলছে। আমরা দুই ভাই এবং প্রতিবেশীরা মিলে অনেক চেষ্টায় আগুন নেভাই।’’ তাঁ অভিযোগ, পাঁচিল টপকে বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই কাজ করতে পারে তা নিয়ে ধোঁয়াশায় আইনুল এবং তাঁর পরিবার, প্রতিবেশীরা। এলাকার বাসিন্দাদের দাবি, কারও সঙ্গে আইনুলের বিবাদ ছিল না।
আইনুল অবশ্য ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই মনে করছেন। সিপিএমের মহম্মদবাজার জোনাল কমিটির সম্পাদক প্রভাষ মালও বলেন, ‘‘এই ঘটনায় রাজনীতির কোনও যোগ আছে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা চাই পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখুক।’’
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। আগুন লাগার পিছনে সমস্ত রকমের কারণই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।