Advertisement
E-Paper

হামলার নিন্দায় মিছিলে সংগঠন

হস্টেলে ঢুকে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের উপরে হামলার ঘটনার নিন্দা করল বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন (ভিবিইউএফএ)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০১:৩০
শান্তি: শুক্রবার শান্তিনিকেতনে আশ্রম এলাকায় শিক্ষক সংগঠনের মিছিল। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

শান্তি: শুক্রবার শান্তিনিকেতনে আশ্রম এলাকায় শিক্ষক সংগঠনের মিছিল। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

হস্টেলে ঢুকে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের উপরে হামলার ঘটনার নিন্দা করল বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন (ভিবিইউএফএ)।

শুক্রবার শান্তি মিছিল করে আশ্রম এলাকা ও ছাত্রাবাসে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন ওই সংগঠন। তাঁরা এই মর্মে ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্তকে একটি স্মারকলিপিও দেয়।

পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিবাদের জেরে বিশ্বভারতীর বিদ্যাভবন ছাত্রাবাসে ঢুকে বামপন্থী ছাত্র সংগঠনের পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠেছিল বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের বিরুদ্ধে। পরে শান্তিনিকেতন থানার সামনেও বামপন্থী ছাত্রদের মারধরের অভিযোগ ওঠে। ওই দুই পৃথক ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। পরে আশ্রম এলাকায় শান্তির দাবিতে একটি মিছিল করে বিশ্বভারতীর কর্মিসভা ও তৃণমূল সমর্থিত ছাত্রছাত্রীরা।

এ দিন তাঁরাও শান্তি মিছিল করে কার্যত বামপন্থী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন ভিবিইউএফএ-এর শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের সম্পাদক বিকাশচন্দ্র গুপ্ত বলেন, ‘‘আমাদের এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। ছাত্রাবাসে ঢুকে ছাত্রদের মারধর করা, পুলিশের সামনে ছাত্রদের মারধর করার ঘটনার আমরা নিন্দা করছি। আমরা চাই, আশ্রম এলাকায় দলমত নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সবাই এগিয়ে আসুক। আশ্রম, ছাত্রাবাসে নিরাপত্তা সুনিশ্চিত হোক।’’

এ দিকে, এ দিনই ওই সংগঠনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সংগঠনের ১৯টি পদে মনোনয়নকারীরা। সংগঠনের মুখ্য নির্বাচনী আধিকারিক সমরকুমার সাহা বলেন, “গত ২১-২৩ মার্চ মনোনয়নপত্র জমা ও যাচাইয়ের দিন ছিল। প্রতিটি পদে এক জন করেই মনোনয়ন জমা দেন। তাই তাঁদের জয়ী ঘোষণা করা হয়েছে।” দু’বছরের জন্য ভিবিইউএফএ-এর সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে সুদীপ্ত ভট্টাচার্য এবং বিকাশচন্দ্র গুপ্ত। দু’জনেই জানিয়েছেন, বিশ্বভারতী এবং ফ্যাকাল্টিদের স্বার্থে তাঁদের এই সংগঠন কাজ করবে।

Visva-Bharati University SFI DBUFA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy