Advertisement
০৫ মে ২০২৪
Bishnupur

লোকাল চালুর দাবি, বিক্ষোভ 

বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রেন চালু হলেও আদ্রা ডিভিশনে এখনই তা চালু করা হচ্ছে না বলে রেল জানিয়েছে। এতে ক্ষুব্ধ ট্রেনের নিত্যযাত্রী থেকে রেলের উপরে নির্ভরশীল বিভিন্ন পেশার মানুষজন।

বাঁকুড়া স্টেশন চত্বরে। নিজস্ব চিত্র।

বাঁকুড়া স্টেশন চত্বরে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর ও বাঁকুড়া শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৩:২৫
Share: Save:

ট্রেন না চালানোয় আর কত দিন বেকার থাকব— এই প্রশ্ন তুলে বিষ্ণুপুর রেল স্টেশনের সামনে বিক্ষোভ দেখালেন টোটো-অটো সহ বিভিন্ন ছোট গাড়ির চালক এবং রেল স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা। বুধবার বিষ্ণুপুর রেল স্টেশনের সামনে অরাজনৈতিক ভাবে শতাধিক মানুষ বিক্ষোভ দেখালেন। অবিলম্বে ট্রেন চালু করার দাবিতে বাঁকুড়া রেল স্টেশনের সামনে বিক্ষোভে শামিল হয় তৃণমূলও।

বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রেন চালু হলেও আদ্রা ডিভিশনে এখনই তা চালু করা হচ্ছে না বলে রেল জানিয়েছে। এতে ক্ষুব্ধ ট্রেনের নিত্যযাত্রী থেকে রেলের উপরে নির্ভরশীল বিভিন্ন পেশার মানুষজন। বিষ্ণুপুরের বিক্ষোভে যোগ দেওয়া টোটো চালক অজয় আঁশ, অটো চালক রাজকুমার গড়াই, ছোট গাড়ি চালক অভিষেক চৌধুরীরা বলেন, “রেলের যাত্রীদের পরিবহণ করেই আমাদের রোজগার হয়। এই পরিস্থিতিতে আমরা প্রায় রোজগারহীন হয়ে পড়েছি। যদি রাজ্যের অন্যত্র ট্রেন চালানো যায়, তাহলে আদ্রা ডিভিশনে কী এমন সমস্যা রয়েছে, তা জানতে চাই।”

বিষ্ণুপুর স্টেশন লাগোয়া এলাকায় বহু মানুষ স্থায়ী ও অস্থায়ী দোকান, হোটেল, মিষ্টির দোকান তৈরি করে ব্যবসা করেন। হোটেল ব্যবসায়ী বাসুদেব দত্ত বলেন, “আমি খাবারের হোটেল চালাই। ট্রেন চালু থাকলে দৈনিক অন্তত পাঁচশো টাকা রোজগার হয়। কিন্তু ট্রেন না চলায় মার্চ মাস থেকে হোটেল বন্ধ রেখেছি।” বিষ্ণুপুরের বিক্ষোভে উপস্থিত রাজীবকান্তি রায় বলেন, “প্রায়ই নানা কাজে বাইরে যেতে হয়। তাই এই আন্দোলনে শামিল হয়েছি।” বিষ্ণুপুর রেল স্টেশন ম্যানেজার চন্দ্রশেখর দত্ত বলেন, “বিক্ষোভকারীদের স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।”

ট্রেন চলাচল শুরু না হওয়ার জন্য মঙ্গলবারই বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে দুষেছিলেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকার অনুমতি না দেওয়াতেই আদ্রা ডিভিশনে ট্রেন চালু হচ্ছে না। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি সাংসদদের উদাসীনতাতেই এই ঘটনা বলে পাল্টা অভিযোগ তুলেছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব।

এ দিন বাঁকুড়া স্টেশনের সামনে তৃণমূলের নেতা-কর্মীরা ট্রেন চালু না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান। ছিলেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুব্রত দরিপা, জেলা তৃণমূলের মুখপাত্র দিলীপ আগরওয়াল প্রমুখ। দিলীপবাবু বলেন, “আমাদের দাবি শিরোমণি প্যাসেঞ্জার, হলদিয়া এক্সপ্রেস এবং বিডিআর লাইনে বাঁকুড়া-রায়না লোকাল অবিলম্বে চালু করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Railways Bishnupur Demonstration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE