Advertisement
২৭ এপ্রিল ২০২৪

‘সুর মেলাতে পারেননি’, শোভন-বৈশাখী প্রসঙ্গে পুরুলিয়াতে দিলীপ

শোভন-বৈশাখী নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, ‘‘ওঁরা এখনও আমাদের সুরে সুর মেলাতে পারেননি তো। মিললেই ঠিক হয়ে যাবে।’’

পুরুলিয়াতে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

পুরুলিয়াতে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১৭:৪১
Share: Save:

বিজেপির সুরে এখনও সুর মেলাতে পারেননি শোভন-বৈশাখী। বুধবার দলীয় কর্মসূচিতে পুরুলিয়ায় এসে শোভন-বৈশাখী সম্বন্ধে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ দিন শহর পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে গিয়েছিলেন দিলীপ। সেখানেই শোভন-বৈশাখীকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘‘ওঁরা এখনও আমাদের সুরে সুর মেলাতে পারেননি তো। মিললেই ঠিক হয়ে যাবে।’’

তবে তৃণমূলে সুর নেই বলে শাসক দলকে এ দিন কটাক্ষ করেছেন দিলীপ। মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেছেন, ‘‘যিনি গান গাইতেন, তিনি গায়িকা নন। তিনি ছবি আঁকতে জোর করে শিল্পী হয়েছিলেন। মানুষ মানতে বাধ্য হয়েছিল, লোকের কাছে বিকল্প ছিল না।’’ বিজেপিতে সুর আছে দাবি করে তিনি বলেছেন, ‘‘গান শুনতে আমাদের পার্টিতে আসতে হবে। এখানে একটা সুর চলে। প্রোগ্রাম শুরু হলে বন্দেমাতরম। শেষ হলে জনগণমন। ওখানে তো শুধু কা কা গান হয়। সুর মিলবে কি করে?’’ ওখানে কোনও দিন এক সুর ছিল না। আজ একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে তাই সবাই আলাদা হয়ে যাচ্ছে বলে মনে করেন রাজ্য সভাপতি। এ দিনও তাঁর আহ্বান, ‘‘তৃণমূলে যাঁদের অসুবিধা হচ্ছে, দল ছাড়ুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP Sovan Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE