Advertisement
০৩ মে ২০২৪

সব গ্রামে জলের দাবি

জেলার সব গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ও ঢালাও মদের লাইসেন্স দেওয়ার বিরোধিতা করে পথে নামল মহিলা সাংস্কৃতিক সংগঠন। সোমবার সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া শহরে মিছিল করে জেলা প্রশাসনের কাছে এই দাবি-সহ স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠনের পক্ষে রাজ্য কমিটির সদস্য সুনীতি ভট্টাচার্য জানান, পুরুলিয়ার গ্রামগুলিতে এখনও পানীয় জলের কোনও ব্যবস্থা নেই।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:২২
Share: Save:

জেলার সব গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ও ঢালাও মদের লাইসেন্স দেওয়ার বিরোধিতা করে পথে নামল মহিলা সাংস্কৃতিক সংগঠন। সোমবার সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া শহরে মিছিল করে জেলা প্রশাসনের কাছে এই দাবি-সহ স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠনের পক্ষে রাজ্য কমিটির সদস্য সুনীতি ভট্টাচার্য জানান, পুরুলিয়ার গ্রামগুলিতে এখনও পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। কিছু গ্রাম রয়েছে, যেখানে এখনও গ্রামের মেয়েদের দু-তিন কিলোমিটার হেঁটে পানীয় জল নিয়ে আসতে হয়। তা ছাড়া এক কিলোমিটারের মধ্যে একাধিক মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরন সরকার বলেন, ‘‘স্মারকলিপি পেয়েছি। যেগুলি আমাদের দেখার, তা দেখা হবে। আর স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE