Advertisement
E-Paper

পুজোর ‘ভার্চুয়াল’ উদ্বোধন

বিভিন্ন মণ্ডপে ‘মাস্ক’ ও ‘স্যানিটাইজ়ার’-এর পাশাপাশি, দূরত্ব-বিধি বজায় রাখতে পদক্ষেপ করতে দেখা গিয়েছে। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০১:৩৯
(বাঁ দিক থেকে) বাঁকুড়ার কোতুলপুরের সিহড় কোঙারপুর সর্বজনীন ও পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ডের পুজোয় বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

(বাঁ দিক থেকে) বাঁকুড়ার কোতুলপুরের সিহড় কোঙারপুর সর্বজনীন ও পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ডের পুজোয় বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

‘ভার্চুয়াল’ মাধ্যমে পুরুলিয়া জেলায় সাতটি সর্বজনীন পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ড সর্বজনীন, ধীরব সমিতি জেলেপাড়া সর্বজনীন, তেলকলপাড়া ষোলোআনা দুর্গাপুজো কমিটির পুজোর। শরৎ সেন কম্পাউন্ডের পুজোর উদ্বোধনে ছিলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) আরিশ বিলাল।

এ দিন উদ্বোধন হয়েছে রঘুনাথপুরের গ্রামরক্ষী সর্বজনীন, আদ্রার বাঙ্গালি সমিতি সর্বজনীন, ঝালদার নামোপাড়া সর্বজনীন ও মানবাজারের ইন্দকুড়ি সর্বজনীনের পুজোরও। রঘুনাথপুরে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রতুল বসু, রঘুনাথপুরের এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায়। ঝালদায় ছিলেন এসডিও সুশান্ত ভক্ত ও এসডিপিও সুমন্ত কবিরাজ। মানবাজারের ইন্দকুড়ির মণ্ডপে ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু, এসডিও (মানবাজার) বিষ্ণুব্রত ভট্টাচার্য, এসডিপিও (মানবাজার) আফজল আবরার, বিডিও (মানবাজার ১) নীলাদ্রি সরকার-সহ অনেকে।

বাঁকুড়া জেলায় এ দিন সাতটি পুজোর উদ্বোধন হয়। সেগুলি হল, বাঁকুড়া শহরের মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন, ইঁদারাগড়া হরেশ্বরমেলা সর্বজনীন, পোয়াবাগান সর্বজনীন, বিষ্ণুপুর শালবাগান সর্বজনীন, খাতড়া বাজার ষোলোআনা, কোতুলপুরের সিহড় কোঙারপুর সর্বজনীন ও রাইপুরের মা মহামায়া মন্দির সর্বজনীন। মধ্য কেন্দুয়াডিহির মণ্ডপে ছিলেন জেলাশাসক এস অরুণপ্রসাদ, জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও প্রমুখ। শালবাগান সর্বজনীনের মণ্ডপে ছিলেন অতিরিক্ত জেলাশাসক শঙ্কর নস্কর, অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস, মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবর্ষি মুখোপাধ্যায় প্রমুখ। বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী জানান, পোয়াবাগানে এ দিন আদিবাসী শিল্পীরা হাজির ছিলেন।

বিভিন্ন মণ্ডপে ‘মাস্ক’ ও ‘স্যানিটাইজ়ার’-এর পাশাপাশি, দূরত্ব-বিধি বজায় রাখতে পদক্ষেপ করতে দেখা গিয়েছে।

Dura Puja 2020 Virtual inauguration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy