মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে গিয়েছেন রঘুনাথপুরের ইন্ড্রাস্টিয়াল করিডর তৈরি হবে। এ বার সেই রঘুনাথপুরে শ্রমিক-স্বার্থে ইএসআই হাসপাতাল তৈরির ভাবনার কথা জানিয়ে গেলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।
রবিবার থেকে রঘুনাথপুর শহরের এ-টিম ময়দানে শুরু হয়েছে দু’দিনের শ্রমিক মেলা। এ দিন সেই মেলার উদ্বোধনে এসে শ্রমমন্ত্রীর মুখে তাঁর দফতরের পরিকল্পনার কথা শুনে খুশির হাওয়া ছড়াল রঘুনাথপুরে। অনুষ্ঠানে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো, রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, রঘুনাথপুরের পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায় ও শ্রম দফতরের কর্তারা।
এ দিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরপ্রধান শ্রমমন্ত্রীর কাছে শ্রম দফতরের উদ্যোগে রঘুনাথপুরে ইএসআই হাসপাতাল শুরুর জন্য প্রস্তাব দেন। তিনি বলেন, ‘‘শিল্পতালুক গড়ে উঠছে রঘুনাথপুরে। সেই প্রক্ষিতেই এখানে শ্রমিকদের স্বার্থে ইএসআই হাসপাতাল করার জন্য শ্রমমন্ত্রীর কাছে প্রস্তাব রাখছি।’’ পরে বক্তব্য রাখতে গিয়ে মলয়বাবু জানান, রঘুনাথপুরে ইএসআই হাসপাতাল করার পরিকল্পনা আছে শ্রম দফতরের। মন্ত্রীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ি, হলদিয়াতে ইএসআই হাসপাতাল তৈরি হচ্ছে। রঘুনাথপুরেও এই হাসপাতাল করার পরিকল্পনা আছে শ্রম দফতরের।”