Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

থানায় মৃতার পরিবার

নিজস্ব সংবাদদাতা
বোলপুর ১৪ মে ২০১৬ ০৩:২২

বিয়ের আগেই মেয়ের আত্মঘাতী হওয়ার ঘটনায় হবু জামাই এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতার বাবা। বৃহস্পতিবার রাতে এই মর্মে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদুপুরের বাসিন্দা বিউটির বাবা বিপদতারণ মণ্ডল। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

বুধবার রাতে অস্বাভাবিক মৃত্যু হয় বিউটির (১৭)। পরিবারের দাবি ছিল, মেয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে। পরিবারের তরফে জানা যায়, বিউটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নানুরের দাসকল গ্রামের এক এনভিএফ কর্মীর। বিউটি ছোটবেলা থেকেই ওই গ্রামে বড় হয়। সেই সুবাদেই সম্পর্ক। বিপদতারণবাবুর দাবি ছিল, ছেলের পরিবারের তরফে পণ দাবি করার খবরে ভেঙে পড়েছিল বিউটি। অভিমানে কীটনাশক খায়। পাত্রপক্ষ অবশ্য সে দাবি মানেনি। ছেলের মা ফোনে দাবি করেছিলেন, ‘‘ভিন জাতি বলে মেয়ের পরিবারের তরফেই বিয়েতে আপত্তি ছিল।’’

এ দিনের অভিযোগের পরে বহু চেষ্টা করেও পাত্রপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement