Advertisement
৩০ এপ্রিল ২০২৪

নিখোঁজ বাবা, চিঠি মুখ্যমন্ত্রীকে

পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করার পরে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। কাজ কিছুই হয়নি। বাবার খোঁজ পেতে এ বার তাই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন মেয়ে। ২০১৫ সালে নিখোঁজ হন ময়ূরেশ্বরের গুমতাডাঙার বাসিন্দা পীযূষকান্তি চট্টোপাধ্যায়।

পীযূষকান্তি চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

পীযূষকান্তি চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০২:৪৫
Share: Save:

পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করার পরে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। কাজ কিছুই হয়নি। বাবার খোঁজ পেতে এ বার তাই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন মেয়ে। ২০১৫ সালে নিখোঁজ হন ময়ূরেশ্বরের গুমতাডাঙার বাসিন্দা পীযূষকান্তি চট্টোপাধ্যায়। ওই বছরের ১০ ডিসেম্বর তিনি তাঁদের আসল বাড়ি মুর্শিদাবাদের সালারের কাগ্রাম যান। ১৫ ডিসেম্বর ফোনে বাড়ি ফেরার কথা জানান। তারপর থেকে আর খোঁজ মেলেনি। ২৫ ডিসেম্বর ময়ূরেশ্বর থানায় ছবি-সহ নিখোঁজ ডায়রি করা হয়। কিন্তু আজও তাঁর সন্ধান দিতে পারেনি পুলিশ।

স্থানীয় একটি চালকলে করতেন পীযূষবাবু। সেই আয়েই চার সদস্যের সংসার চলত। ছেলে অলোকেন্দু বেকার। মেয়ে শিল্পী বোলপুরের একটি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্ত্রী শ্যামলীদেবী স্নায়ুর রোগে ভুগছেন। পরিবারের একমাত্র রোজগেরে মানুষটি না ফেরায় চরম সমস্যা পড়েছে তাঁর পরিবার। বাবার খোঁজ পেতে মুখ্যমন্ত্রীর কাছে গত মঙ্গলবার ডাকযোগে চিঠি পাঠিয়েছেন পীযূষবাবুর মেয়ে শিল্পী। প্রতিলিপি দিয়েছেন এলাকার বিধায়ক অভিজিৎ রায়কেও। শিল্পীর কথায়, ‘‘বাবার খোঁজে বহুবার থানায় গিয়েছি। কেউ কোনও গুরুত্বই দেননি।’’ এলাকার বিধায়ক অভিজিৎবাবু আশ্বাস দিয়েছেন, গোটা ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE