Advertisement
২৩ এপ্রিল ২০২৪

পুলিশের গাড়ি ভাঙচুরে ধৃত ৫

সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ কনকপুর গ্রাম থেকে পাঁচজনকে গ্রেফতার করল। ধৃতরা সকলে কনকপুর গ্রামেরই বাসিন্দা। রামপুরহাট এসডিপিও জোবি থমাসকে জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০০:০৮
Share: Save:

সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ কনকপুর গ্রাম থেকে পাঁচজনকে গ্রেফতার করল। ধৃতরা সকলে কনকপুর গ্রামেরই বাসিন্দা। রামপুরহাট এসডিপিও জোবি থমাসকে জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল। সেই মামলায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এ দিনও সকালে পানিয়ারা সাঁকোর উপর গ্রামবাসীদের একাংশের হাতে কনকপুর গ্রামের দু’জনকে মারধর করা হয়। একটি মোটর বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এ দিন অবশ্য ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ যায়। এসডিপিও জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE