Advertisement
E-Paper

ইমেল হ্যাক করে আর্তি, টাকা উধাও

তবে, এ বার যে ভাবে প্রতারণা হয়েছে, তা অভিনব। পিন্টুবাবুর দাবি, শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক উদয়চাঁদ দে- র আইডি থেকে তাঁর কাছে ইমেল আসে।

শুভ্রপ্রকাশ মণ্ডল

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ০১:৫০
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সাইবার অপরাধীরা প্রতারণা করার নিত্যনতুন ফন্দি আঁটছে। এ বার অভিনব সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়ার রঘুনাথপুর কলেজের এক গণিত শিক্ষক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তাঁর এক শিক্ষকের আইডি থেকে ইমেল পেয়ে তিনি কিছু টাকা পাঠিয়ে পরে জানতে পারেন, ওই শিক্ষকের মেল হ্যাক করা হয়েছে। টাকা জমা পড়েছে প্রতারকের অ্যাকাউন্টে। রঘুনাথপুর থানায় কলেজ শিক্ষক পিন্টু মণ্ডল এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। খোয়া যাওয়া টাকার পরিমাণ পাঁচ হাজার হলেও, দুষ্কৃতীদের অভিনব কৌশল দেখে তাজ্জব পুলিশ আধিকারিকেরা।

ব্যাঙ্কের নাম করে ফোন করে এটিএম কার্ডের তথ্য জেনে টাকা লোপাট করার ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। এ নিয়ে পুলিশ-প্রশাসন থেকে ব্যাঙ্ক বার বার সতর্ক করলেও কাজ বিশেষ দেয়নি। মাঝে মধ্যেই ফোনে এটিএম কার্ডের তথ্য সংগ্রহ করে টাকা লোপাটের ঘটনায় তা প্রমাণ হচ্ছে।

তবে, এ বার যে ভাবে প্রতারণা হয়েছে, তা অভিনব। পিন্টুবাবুর দাবি, শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক উদয়চাঁদ দে- র আইডি থেকে তাঁর কাছে ইমেল আসে। তাঁর অভিযোগ, ‘‘মাস্টারমশাইয়ের এক আত্মীয়ের চিকিৎসার জন্য ৪৫ হাজার টাকা চাওয়া হয়েছিল। বার বার মেল আসতে থাকে। মাস্টারমশাই শিক্ষামূলক কাজে মালয়েশিয়ায় থাকায় তাঁর ফোন বন্ধ ছিল। তাই ফোনে চেষ্টা করেও কথা বলতে পারিনি। মাসের শেষের দিকে হাত খালি থাকায় মেলে উল্লেখ করা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মিজোরামের আইজল শাখায় পাঁচ হাজার টাকা পাঠাই। তারপরে আরও টাকা চেয়ে মেল আসতে থাকে। তখন সন্দেহ হয়। কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পারায় কী হচ্ছে বুঝতে পারিনি।’’ কিছু পরেই উদয়বাবু মেল করে পিন্টুকে জানান, তাঁর মেল হ্যাক করা হয়েছে। তখনই তিনি বুঝতে পারেন, তিনি দুষ্কৃতীর খপ্পরে পড়েছেন।

শনিবার সকালে হোয়্যাটস অ্যাপে উদয়বাবুর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তারপরেই রঘুনাথপুর থানায় ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। তাঁরা উদয়বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

রবিবার সন্ধ্যায় উদয়বাবু ফোনে বলেন, ‘‘শুক্রবার সকাল থেকেই দেখছিলাম, মেল ঠিকঠাক খুলছিল না। ইনবক্সে মেল না এসে, আর্কাইভে জমা পড়ছিল। পরে বুঝতে পারি মেল হ্যাক হয়েছে।’’ তিনি জানান, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে দেশে-বিদেশে থাকা ছাত্রছাত্রীদের কাছেই নয়, তাঁর পরিচিত বহু লোকের কাছেই টাকা চেয়ে মেল গিয়েছে। তাঁদের মধ্যে অনেকে হোয়্যাটসঅ্যাপ ও মেল করে ঘটনাটি বিশদে জানতে চেয়েছিলেন। তাঁর কথায়, ‘‘আমি তাঁদের যতজনকে সম্ভব জানিয়েছি, আইডি হ্যাক করে ভুয়ো মেল পাঠানো হয়েছে। পরে ফেসবুকেও বিষয়টি জানিয়েছি। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত জানতে পেরেছি, পিন্টু প্রতারিত হয়েছে। আর কেউ শিকার হয়েছেন কি না, জানি না।’’

এমন ঘটনা আগেও ঘটেছে। ঘানায় কর্মরত এক বন্ধুর কাছ থেকে কলকাতাবাসী যুবকের কাছে এমন ইমেল এসেছিল। তবে সে ক্ষেত্রে কলকাতার যুবক ঘানার বন্ধুকে ফোন করে তাঁর মেল হ্যাক হয়েছে জানতে পেরে, রক্ষা পান। সাইবার বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, এ দেশ থেকেই নিজের পরিচয় লুকোতে আফ্রিকার সার্ভার (প্রক্সি সার্ভার হিসেবে) ব্যবহার করে প্রতারক ইমেল হ্যাক করেছেন। সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের মতে, দু’ভাবে ইমেল হ্যাক হতে পারে। প্রথমত, যাঁর ইমেল, তিনি কোনও ভাবে প্যাসওয়ার্ড গোপন রাখতে পারেননি। দ্বিতীয়ত, ভাইরাসের মাধ্যমে ইমেল কব্জা করে পাসওয়ার্ড হাতানো হয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে কী হয়েছে, তা জানতে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের সঙ্গে কথা বলা জরুরি। তাঁর ফোন ও কম্পিউটারও পরীক্ষা করা জরুরি।

সাবধানতা


• হঠাৎ আর্থিক সাহায্য বা যে কোনও আর্থিক লেনদেন সংক্রান্ত মেল পেলে টাকা পাঠানো উচিত নয়। তার আগে ভাল করে খোঁজ করা দরকার।

• লটারির পুরস্কার প্রাপ্তির মতো প্রলোভন দেখানো মেল থেকে কোনও ফাইল ডাউনলোড না করাই ভালো।

• ডাউনলোড করলেই ওই ফাইল আড়াল থেকে বিভিন্ন আইডি, পাসওয়ার্ড প্রভৃতি হ্যাকারকে পাঠাতে পারে।

• ভাল অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করাটা জরুরি।

রঘুনাথপুর Forgery Purulia Hacking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy