কিছু বিশেষ ক্ষেত্রে প্রবেশমূল্য ছাড়াই রবীন্দ্র ভবন ঘুরে দেখার সুযোগ মিলবে— বিশ্বভারতীর তরফে সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, অধ্যাপক ও কর্মীরা।
শান্তিনিকেতনের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের মধ্যে অন্যতম রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথের পাঁচটি বাড়ি ছাড়াও রয়েছে সংগ্রহশালা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্ত নোবেলের প্রতিকৃতি, দেশ-বিদেশ থেকে প্রাপ্ত বিভিন্ন স্মারক, তাঁর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষিত রয়েছে। পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানে। রবীন্দ্র ভবন ঘুরে দেখতে বিদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য ১০০০ টাকা, সার্ক দেশগুলির নাগরিকদের জন্য ৫০০ টাকা ও ভারতীয় নাগরিকদের জন্য ১০০ টাকা। ছাত্রদের প্রবেশমূল্য ১০ টাকা।
সম্প্রতি বিশ্বভারতীর তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বভারতীর কর্মী ও ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ‘পরিচয়পত্র’ প্রদর্শন করে রবীন্দ্র ভবন এবং উত্তরায়ণ পরিদর্শন করতে পারবেন। রবীন্দ্র-ভবন আর্কাইভস ও লাইব্রেরি যাঁরা ব্যবহার করেন, তাঁরা রবীন্দ্র-ভবন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যের সরকারি কর্মীরা, বিশেষ পরিদর্শনের জন্য বোলপুরের মহকুমাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, রেঞ্জ অফিসার, অতিরিক্ত জেলা জজ, কেন্দ্রীয় সরকারের যে কোনও কর্তা বা বিশিষ্ট ব্যক্তি বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিকের অনুমতি নিয়ে বা আবেদনের ভিত্তিতে বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন রবীন্দ্র ভবনে। তবে আবেদন-নিবেদন গ্রহণ বা বর্জনের অধিকার বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে।
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “আগেও নিয়মটি ছিল। ফের নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)