একের পর এক বাড়িতে চুরি করার পরে গলিয়ে ফেলা হয়েছিল লুট করা সোনা এবং রুপোর গয়না। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ল তিন জন। তাঁদের কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা এবং রুপো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ১৬০ গ্রাম সোনা এবং ৪০০ গ্রাম রুপো উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
গত ৬ মে বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা অর্ণব ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে। সম্প্রতি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাঁকুড়ার কেঠারডাঙা এলাকার বাসিন্দা সাবির শেখ ওরফে খোঁড়ু এবং জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করে বড়জোড়া থানার পুলিশ। এই দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাঁরা চুরি করা জিনিস বিক্রি করে দিয়েছেন বাঁকুড়া শহরের বিবেকানন্দপল্লি এলাকার বাসিন্দা ছোটন পালকে। প্রমাণ লোপাট করতে ছোটন চুরি করা গয়না গলিয়ে ফেলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না।
আরও পড়ুন:
পুলিশ ছোটনকে গ্রেফতার করে। তাঁর কাছে থাকা প্রায় ১৬০ গ্রাম সোনা ও ৪০০ গ্রাম রুপো উদ্ধার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, শুধুমাত্র বড়জোড়াতেই নয়, বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় সরাসরি যোগ রয়েছে এই চক্রের। অন্যান্য চুরির ঘটনার কিনারা করতে ধৃতদের আদালতে হাজির করিয়ে আবার নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।
বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সিদ্ধার্থ দর্জি বলেন, ‘‘কোন কোন চুরির ঘটনায় এই চক্রের যোগ ছিল, তা খতিয়ে দেখার পাশাপাশি এই চক্রে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ সম্পর্কে আরও বিশদ তথ্য জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।’’