বাড়ি থেকে কিছুটা দূরে গাছের ডাল থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল বঁকুড়ার রানিবাঁধ থানার পুলিশ। মৃতের নাম সমীর দে (২৮)। পুলিশ জানিয়েছে, রানিবাঁধের নিমডাঙা এলাকার বাসিন্দা পেশায় ফুচকা বিক্রেতা ওই যুবকের দেহ সোমবার সকালে একটি শিশু গাছ থেকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি গাছ থেকে উদ্ধার করে। দেহটি সমীরের বলে শনাক্ত করেন তাঁর বাড়ির লোকেরা। মৃতের পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সমীর। তা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান।