করোনাভাইরাসের কথা মাথায় রেখে বসন্ত উৎসব বাতিলের ঘোষণায় বোলপুর-শান্তিনিকেতনের ব্যবসায়ীদের একাংশের মাথায় হাত।
উৎসব না হওয়ায় বড় রকমের ক্ষতির আশঙ্কা করছেন বোলপুর-শান্তিনিকেতনের ওই ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, পৌষমেলা ও বসন্ত উৎসব, এই দুই উৎসবের দিকে তাঁরা সারা বছর তাকিয়ে থাকেন। কারণ, বছরভর পর্যটকের আনাগোনা লেগে থাকলেও এই দুই উৎসবে বিক্রিবাটা অনেক বেশি হয়। এ বারে পৌষমেলার সময় প্রাকৃতিক বিপর্যয়ে অনেক পর্যটক না আসায় তেমন ভাবে লাভের মুখ দেখেননি ব্যবসায়ীরা। তার উপরে ভাঙা মেলাও হয়নি। ফলে বসন্ত উৎসবে বাজার ভাল হবে বলে আশায় ছিলেন ব্যবসায়ীরা। গত বার বসন্ত উৎসবে আড়াই লক্ষ মানুষের সমাগম ঘটেছিল শান্তিনিকেতনে। এ বার নানা কারণে বসন্ত উৎসব নিয়ে টানাপড়েন চললেও শেষ পর্যন্ত দোলের দিনই উৎসব হচ্ছে সিদ্ধান্ত হওয়ায় সকল স্তরের ব্যবসায়ীরা নিজেদের মতো পরিকল্পনা নিয়েছিলেন। মজুতও করেছিলেন উৎসবের বিভিন্ন ধরনের সাজপোশাক থেকে শুরু করে খাবারের সামগ্রী।
কিন্তু শেষ বেলায় করোনার ধাক্কায় উৎসব বাতিলের সিদ্ধান্তে সে সমস্ত আয়োজন মাটি হয়ে গেল। বোলপুর-শান্তিনিকেতনের কাপড় ব্যবসায়ী, টোটো চালক, খাবারের দোকানের মালিক থেকে রং বিক্রেতা— সকলেই এখন ক্ষতির আশঙ্কা করছেন। কিছু কাপড়ের দোকানের মালিক জানালেন, বসন্ত উৎসব উপলক্ষে হলুদ শাড়ি ও সাদা পাঞ্জাবি বিপুল পরিমাণে মজুত করা হয়েছিল। উৎসব না হাওয়ায় সেই সব শাড়ি-পাঞ্জাবির কী হবে, তা নিয়ে তাঁরা চিন্তায় পড়েছেন। বোলপুরের কাপড় ব্যবসায়ী অরবিন্দ কুমার, বিনয় কপূররা বলেন, ‘‘এই সময়ই আমাদের বাজার সব থেকে ভাল থাকে। এ বছর বসন্ত উৎসবে টানা তিন দিন ছুটি থাকায় ভেবেছিলাম বেচাকেনা আরও ভাল হবে। কিন্তু উৎসব বাতিল হয়ে যাওয়ায় আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়ে গেল।’’