Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পার্টি অফিসে কেষ্ট-কালী

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের পাড়া, বোলপুরের নিচুপট্টির বাড়িপুকুরের কালীপুজো ইদানিং এলাকায় অবশ্য ওই পুজো ‘কেষ্ট-কালী’ নামেই খ্যাত।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০১:০১
Share: Save:

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের পাড়া, বোলপুরের নিচুপট্টির বাড়িপুকুরের কালীপুজো ইদানিং এলাকায় অবশ্য ওই পুজো ‘কেষ্ট-কালী’ নামেই খ্যাত। তবে, পুজোর ভার গিয়েছে অনুব্রতর ভাই এবং পাড়া প্রতিবেশীদের হাতে। তবে ২০০০ সাল থেকে দলীয় কার্যালয়েই ওই পুজোর আরাধনা শুরু করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত। শনিবার তাই সেখানেই আয়োজিত হয়েছে কালী পুজোর। পুজোর সামগ্রী থেকে সার্বিক বিধান— নিজেই খুঁটিয়ে দেখেন অনুব্রত। নিজের হাতে মা কালীর প্রতিমায় গয়না পরিয়ে দেন। কেষ্টদা এ দিন দলের ও রাজ্যের মঙ্গল কামনার পাশাপাশি দুর্ঘটনায় অসুস্থ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেও প্রার্থনা করেছেন। অনুব্রত বলেন, “১২ বছর বয়স থেকে কালীপুজো করছি। পাড়ায় ছোট প্রতিমা নিয়ে পুজো করতাম। ২০০০ সাল থেকে দলীয় কার্যালয়ে পুজো করছি। শক্তির প্রতীক এবং উপাসনার জন্য ছোটবেলা থেকে মা দুর্গার মতো মা কালীরও আরাধনা করি।” ফি বছর এই পুজোয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের অন্য নেতাদের নামে সংকল্প করেন অনুব্রত। এ বার অভিষেকের নামে সংকল্প এবং যজ্ঞের আয়োজন করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kali puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE